Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনখিলাড়ির ‘ক্যাপসুল গিল’

খিলাড়ির ‘ক্যাপসুল গিল’

Follow Us :

খুব শীঘ্রই রানিগঞ্জ আসছেন বলিপাড়ার খিলাড়ি কুমার।না, নতুন ছবি ‘পৃথ্বীরাজ’-এর প্রমোশনে আসছেন নয়,অক্ষয় আসছেন তাঁর নতুন ছবির শ্যুটিংয়ে।১৯৮৯ সালে রানিগঞ্জে কয়লাখনির নিচে আটকে পড়েছিলেন ৬৪জন শ্রমিক।প্রাণের ঝুঁকি নিয়ে তাঁদের প্রাণ বাঁচিয়ে ছিলেন চিফ মাইনিং ইঞ্জিনিয়ার জসওয়ান্ত সিং গিল।যিনি কয়লা খনির ক্যাপসুলের বোরহোলে নেমে গিয়েছিলেন, এবং আটকে পড়া খনি শ্রমিকদের প্রাণ বাঁচানোর ব্যবস্থা করেছিলেন।সকলের প্রাণ রক্ষা করতে সময় লেগেছিল ৬ঘন্টারও বেশি।রুদ্ধশ্বাস সেই সত্য ঘটনাকে এবার ছবির পর্দায় তুলে ধরতে চলেছেন অক্ষয় কুমার।২০১৭ সালে এই ঘটনা নিয়ে ছবি তৈরির স্বত্ব কিনেছিলেন সুপারস্টার।শোনা যাচ্ছে,অক্ষয় ছবির নাম রেখেছেন ‘ক্যাপসুল গিল’।‘কেশরী’-র পর এই নতুন ছবিতেও আক্কির সঙ্গে দেখা যাবে পরিণীতি চোপড়াকে।পরিচালনার দায়িত্বে থাকছেন খিলাড়ির ‘রুস্তম’ ছবির পরিচালক টিনু সুরেশ দেশাই।

ছবির প্রযোজনা করছেন অক্ষয়ের ‘বেলবটম’,’মিশন সিন্ডেরেলা’ এবং ‘বড়ে মিঞা ছোটে মিঞা’-র প্রযোজক বাসু ভাগনানি।খবর রয়েছে খুব শীঘ্রই ‘ক্যাপসুল গিল’ ছবির শ্যুটিং শুরু করে দেবেন সুপারস্টার।মুম্বইয়ের স্টুডিওর পাশাপাশি রানিগঞ্জ কয়লা খনির রিয়েল লোকেশনেও ছবির শ্যুটিং করবেন খিলাড়ি।

RELATED ARTICLES

Most Popular