Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsRahul Banerjee | Priyanka Sarkar | আবার এক ছাদের তলায় রাহুল-প্রিয়াঙ্কা

Rahul Banerjee | Priyanka Sarkar | আবার এক ছাদের তলায় রাহুল-প্রিয়াঙ্কা

Follow Us :

কলকাতা: ঠিক যেন ‘চিরদিনই তুমি যে আমার’। অতীতের তিক্ততা ভুলে ফের এক হলেন রাহুল-প্রিয়াঙ্কা (Rahul-Priyanka)। বছর খানেক ধরেই একে-অপরের থেকে আলাদা থাকতেন টলিপাড়ার এই তারকাজুটি। প্রথম সিনেমার সেট থেকেই প্রেম। তারপর বিয়ে। বিবাহিত জীবন বেশ সুখেই কাটছিল। কিন্তু সহজের জন্মের পর দুজনের মধ্যে সমস্যা শুরু হয়। একে-অপরের প্রতি একরাশ ক্ষোভ-অভিযোগ, মান-অভিমানের জেরে দূরে থাকতে শুরু করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, মামলা অবধি গড়ায় তাঁদের সম্পর্ক। তবে সময়ই সম্পর্কের কঠিন বরফ গলিয়ে দিল। ফের একসঙ্গে থাকতে চলেছেন টলিউড (Tollywood) তারকা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) ও প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)।

রাহুল নিজেই সম্পর্ক জোড়া লাগার খবরে শিলমোহর বসিয়েছেন। তিনি জানিয়েছেন, “দীর্ঘ দিন ধরে যে বিচ্ছেদের মামলা চলছিল, তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। একবাড়িতে এখনও একসঙ্গে থাকা শুরু করিনি। তবে খুব শিগগিরিই শিফট করব।” যদিও একসঙ্গে এক ছাদের নিচে থাকার সিদ্ধান্ত ছেলে সহজের কথা ভেবেই দুজনে নিয়েছেন বলে জানিয়েছেন রাহুল। এদিকে মা-বাবা একসঙ্গে থাকতে চলছে, শুনেই খুশি ছোট্ট সহজ। তবে, রাহুল-প্রিয়াঙ্কার সম্পর্কে ঝড় যতই বয়ে যাক না কেন, যে কোনও উৎসব-অনুষ্ঠান তাঁরা সন্তানের জন্য একসঙ্গে পালন করেছেন।

আরও পড়ুন: Alia Bhatt | Ranbir Kapoor | মেয়ের ছবি শেয়ার করেও ডিলিট করলেন আলিয়া?

প্রসঙ্গত, ২০০৮ সালে ‘চিরদিনই তুমি যে আমার’ ছবি দিয়ে বড় পর্দায় হাতে খড়ি প্রিয়াঙ্কার (Priyanka Sarkar)। ছবিটি বক্স অফিসে (Box Office) সুপার হিট হওয়ার পর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি। এই ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছিলেন রাহুল। প্রথম ছবির পর থেকেই রিলের বাইরে রিয়েল লাইফেও হিট হয় এই তারকা জুটি। ২০১০ তাঁরা গাঁটছড়া গাঁটছড়া বাঁধেন। তবে তার সাত বছর পর ২০১৭ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন তাঁরা। ২০১৮ সালে ডিভোর্স মামলা শুরু হয়। কোনও মীমাংসা না হওয়ার কারণে ২০২৩ সালে পৌঁছেও সেই মামলা চলছিল। যদিও চলতি বছরের জানুয়ারিতে আদালতে হাজিরা দিতে দেখা যায়নি কোনও পক্ষকেই। আদালতের পক্ষ থেকে জুলাইতে পরবর্তী তারিখ দেওয়া হয়। বিরোধ মিটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলে মামলা কেন তুলে নিচ্ছেন না রাহুল? অভিনেতার (Actor) কথায়, “আর মামলা চালাব না, এমনই সিদ্ধান্ত জানিয়ে আমরা মেমোরান্ডামে সই করেছি। দুই পক্ষের আইনজীবীদেরও সেই মর্মে জানিয়ে দেওয়া হয়েছে। তারিখ আদালতের নিয়ম অনুযায়ী চলে আসে। আমরা তারিখ চাইনি। জুলাইয়ে আমাদের এই সিদ্ধান্তের আইনি ঘোষণা হবে।”

RELATED ARTICLES

Most Popular