সম্প্রতি এ আর রহমান ‘পিপ্পা’ ছবির জন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের দেশাত্মবোধক সঙ্গীত ‘কারার ওই লৌহ কপাট’ নিজের মতো সুরে ব্যবহার করেছেন। তা নিয়ে দেশে বিদেশে বিতর্ক মাথা চাড়া দিয়েছে। নেট দুনিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন রহমান। অবশেষে সোমবার সংশ্লিষ্ট প্রোডাকশন হাউস ক্ষমা চেয়েছে। ওই বিবৃতিতে তারা বলেছে, আমরা শ্রোতাদের আবেগ বুঝতে পারছি। মূল রচনার প্রতি তাদের একটা অন্য আবেগ রয়েছে। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’ তাতেও অবশ্য বিতর্কের ঝড় থামেনি।
দেখুন আরও খবর: