Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদন'কেজিএফ চ্যাপ্টার ২' কে পিছনে ফেলে বক্সঅফিসে এগিয়ে আসছে কোন ছবি!

‘কেজিএফ চ্যাপ্টার ২’ কে পিছনে ফেলে বক্সঅফিসে এগিয়ে আসছে কোন ছবি!

Follow Us :

চলতি বছরে একের পর এক দক্ষিণী ছবি সুপারহিট। পরপর দক্ষিণী ছবি বক্স অফিসে আলোড়ন ফেলে দিয়েছে। ছবিগুলির হিন্দি ভার্সন সারা ভারতে যথেষ্ট সাড়া ফেলেছে। দক্ষিণী ছবিগুলির মধ্যে যশ অভিনীত ‘কেজিএফ ২’ বক্সঅফিসে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে। কিন্তু বাণিজ্য সফল এই ছবিকেও প্রায় পিছনে ফেলে দিতে চলেছে কমল হাসান অভিনীত ছবি ‘বিক্রম’। গত ৩ জুন ছবিটি মুক্তি পেয়েছে। মুক্তির পর দ্বিতীয় শনিবার বক্স অফিসে দুরন্ত ব্যবসা করেছে এই ছবি। এ ছবিতে কমল হাসান ছাড়াও অভিনয় করেছেন বিজয় সেতুপতি,ফাহাদ ফাসিল ও সুরিয়া। বাণিজ্য বিশ্লেষকদের মতে ‘বিক্রম’ ছবিটি বছরের শীর্ষ তিন ছবির কালেকশনের তালিকায় প্রবেশ করেছে। বাকি দুটি ছবি হলো ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এবং ‘ভ্যালিমাই’। অন্যান্য দক্ষিণী ছবির মতো একাধিক ভাষায় মুক্তি পেয়েছে ‘বিক্রম’। মুক্তির পাঁচ দিনের মধ্যেই ২০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে ছবিটি। ছবিটির ব্যবসার গতি দেখে অনেকেরই ধারণা ‘বিক্রম’ খুব শীঘ্রই ব্যবসার নিরিখে এক নম্বরে চলে যাবে। ‘পুষ্পা’, ‘ট্রিপল আর’ এবং ‘কেজিএফ ২’এরপর এটি দক্ষিণের চতুর্থ ছবি যা ব্যবসার দিক থেকে যথেষ্ট এগিয়ে রয়েছে। এই ছবির মাধ্যমেই হার্টথ্রব অভিনেতা কমল হাসান বড়পর্দায় কামব্যাক করলেন। হিন্দি ছবি দর্শকদের মধ্যে দক্ষিণী জনপ্রিয় ছবিগুলো নিয়ে যথেষ্ট উন্মাদনা চোখে পড়ার মতো। শুধু ভারতেই নয় সারাবিশ্বে যথেষ্ট ভাল ব্যবসা করছে বিক্রম। ব্যবসার নিরিখে বলিউড ছবি ‘ভুলভুলাইয়া ২’ ও ‘সম্রাট পৃথ্বীরাজ’কেও পিছনে ফেলে দিয়েছে ‘বিক্রম’ ছবির হিন্দি ভার্সন। বিক্রম ছবির স্টারকাস্ট যথেষ্ট আকর্ষণীয়। কমল হাসান-বিজয় সেতুপতি-ফাহাদ ফাসিল এই তিন তারকা দক্ষিণের যথেষ্ট পরিচিত মুখ। এই তিন তারকা’র সঙ্গে সুরিয়ার স্পেশল অ্যাপিয়ারেন্স দর্শক যথেষ্ট পছন্দ করেছে।

RELATED ARTICLES

Most Popular