Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকপেলোসির তাইওয়ান সফরের পরই জাপানের ভিতর আছড়ে পড়ল চীনা মিসাইল

পেলোসির তাইওয়ান সফরের পরই জাপানের ভিতর আছড়ে পড়ল চীনা মিসাইল

Follow Us :

টোকিও: আমেরিকার হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে ফুঁসছে চীন৷ চরম মূল্য চোকাতে হবে বলে ইতিমধ্যে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিংপিং৷ তাইওয়ান ভূখণ্ডকে ঘিরে ধরে ‘লাইভ ফায়ার ড্রিল’ চালানোর কথা ঘোষণা করেছে তারা৷ এমন উত্তেজনাময় পরিস্থিতিতে বৃহস্পতিবার একাধিক চীনা মিসাইল আছড়ে পড়ল জাপানের অর্থনৈতিক অঞ্চলে৷ জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবো কিশি একথা সংবাদমাধ্যমকে জানান৷ 

তাইওয়ানের ঠিক কাছে জাপানের ওকিনায়া৷ সেখানেই একাধিক ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়েছে বলে দাবি করেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী৷ তিনি বলেন, ‘নয়ের মধ্যে পাঁচটি চীনা ব্যালিস্টিক মিসাইল মনে করা হচ্ছে জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে গিয়ে পড়েছে৷’ জানা গিয়েছে, ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত জাপান উপকূলীয় অঞ্চলের অন্তর্গত ওই অর্থনৈতিক জোনের ভিতর মিসাইলগুলি আছড়ে পড়েছে৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চীনের কাছে অভিযোগ জানিয়েছে জাপান৷ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘অত্যন্ত দুশ্চিন্তার বিষয়৷ দেশের নাগরিকদের নিরাপত্তা জড়িয়ে রয়েছে৷ বেজিংয়ের কাছে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানিয়েছি আমরা৷’ এদিকে বুধবারই তাইওয়ান সফর সেরে জাপান রওনা দেন ন্যান্সি৷ তারপরই তাইওয়ানের আকাশসীমায় ২৭টি যুদ্ধবিমান পাঠায় চীন৷ বৃহস্পতিবার সকালে তাইওয়ানের উত্তর, পূর্ব এবং দক্ষিণে মোট ১১টি মিসাইল নিক্ষেপ করে৷ তার মধ্যে পাঁচটি মিসাইল গিয়ে পড়ে জাপানে৷ 

RELATED ARTICLES

Most Popular