Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকJohnson-Zelensky talk: ইউক্রেনকে সামরিক-আর্থিক সাহায্য দিয়ে যাবে ব্রিটেন, জেলেনস্কিকে প্রতিশ্রুতি জনসনের

Johnson-Zelensky talk: ইউক্রেনকে সামরিক-আর্থিক সাহায্য দিয়ে যাবে ব্রিটেন, জেলেনস্কিকে প্রতিশ্রুতি জনসনের

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ইউক্রেনকে (Russia Ukraine War) সামরিক, আর্থিক ও কূটনৈতিকভাবে সাহায্য বন্ধ করবে না ব্রিটেন৷ বরং তা আরও বাড়াতে চায় ব্রিটিশ প্রশাসন৷ এই নিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelensky-Boris Johnson talk) সঙ্গে ফোনে কথা হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের৷ রবিবার জনসন নিজেই টুইটে তা জানিয়েছেন৷

ব্রিটিশ প্রধানমন্ত্রী টুইটে লেখেন, চলতি সপ্তাহে নেটোর বৈঠক এবং জি-৭ সম্মেলন হবে৷ সেখানে ইউক্রেনের স্বার্থ সুরক্ষায় তিনি কাজ করবেন৷ এ সব নিয়ে জেলেনস্কির সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর৷ পাশাপাশি ইউক্রেনকে সামরিক, আর্থিক মদত বাড়াবে ব্রিটেন৷ একইসঙ্গে যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমর্থনও দেবে৷

রাশিয়ার সেনা অভিযানের পরই ইউক্রেনের পাশে দাঁড়িয়েছেন বরিস জনসন৷ ইউক্রেনকে সবরকম ভাবে সাহায্যের আশ্বাসও দিয়েছেন৷ এর আগে গত শুক্রবার দুই রাষ্ট্রপ্রধানের ফোনে কথা হয়েছিল৷ সেখানে তিনি জেলেনস্কিকে জানিয়েছিলেন, ‘আমরা জানি, আমাদের আরও সাহায্যের দরকার ইউক্রেনের৷ তবে আপনাকে কথা দিচ্ছি, সেই সাহায্য আমরা করব৷’

তিনি আরও বলেছিলেন, রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে আরও যুদ্ধাস্ত্র দেওয়া হবে৷ এবং পুতিনের দেশের অর্থনীতিকে কতটা সঙ্কুচিত করা যায় সে ব্যাপারে যা যা করণীয় সব করা হবে৷

RELATED ARTICLES

Most Popular