Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকSrilanka Crisis: ৩৬ ঘণ্টা পার, পদত্যাগের নামগন্ধ নেই, রাজাপক্ষে পালাচ্ছেন সৌদিতে

Srilanka Crisis: ৩৬ ঘণ্টা পার, পদত্যাগের নামগন্ধ নেই, রাজাপক্ষে পালাচ্ছেন সৌদিতে

Follow Us :

কলম্বো, ১৪ জুলাই: কেটে গিয়েছে ৩৬ ঘণ্টার বেশি। এখনও পদত্যাগের নাম গন্ধ নেই শ্রীলঙ্কার বিদায়ী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের। উল্টে সিঙ্গাপুর হয়ে জেড্ডার মাটিতে পা ফেলার তোড়জোড় চূড়ান্ত করে ফেলেছেন। সব কিছু ঠিকঠাক থাকলে আজ রাত বা কালই সৌদিতে পৌঁছে যেতে পারেন তিনি। গোতাবায়ার এই লুকোচুরি খেলা নিয়ে রীতি ক্ষোভ তৈরি হচ্ছে দেশের আমজনতার মধ্যে। রাজাপক্ষে পদত্যাগ করতে দেরি করার বিক্ষোভ বাড়ছে শ্রীলঙ্কায়। 

ওদিকে, সিঙ্গাপুর প্রশাসনের তরফে জানানো হয়েছে, ব্যক্তিগত প্রবেশাধিকারের অনুমতি দেওয়া হয়েছে গোতাবায়া রাজাপক্ষেকে।  সিঙ্গাপুর বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট করা হয়েছে, রাজাপক্ষেকে কোনও রকম আশ্রয় দেওয়া হচ্ছে না। এমনকি , তিনি কোনও রকম রাজনৈতিক আশ্রয় চানওনি।  শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম সূত্রে খবর, কোনও ব্যক্তিগত বিমানে নয়, সৌদির বিমানেই সে দেশের দিকে রওনা দেবেন। সৌদি সরকার রাজাপক্ষেকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছে বলেও খবর।  

রাজধানী কলম্বো এদিন সকাল থেকেই শান্ত রয়েছে। কার্ফু জারি থাকায় পার্লামেন্ট এলাকা শুনশান করছে। রাস্তায় নেমেছে সেনাবাহিনীর সাঁজোয়া গাড়ি। পুলিস ব্যারিকেড করে রাখায় কাউকে কাছাকাছি আসতে দেওয়া হচ্ছে না। যদিও জনমানুষ ওই চত্বরে যাচ্ছেও না। বিভিন্ন রাস্তায় সশস্ত্র পুলিস টহলদারি চালাচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়েও মোতায়েন রয়েছে প্রচুর পুলিস। মোটের উপর এদিন সকাল থেকেই কলম্বোর জনজীবন স্বাভাবিক ছন্দে রয়েছে। রাস্তাঘাটে কিছু গাড়িও চলাচল করতে দেখা যাচ্ছে।

RELATED ARTICLES

Most Popular