Placeholder canvas

Placeholder canvas
HomeChatGPT | Hacking | নিরাপত্তা নিয়ে ঝুঁকি আরও বাড়ল চ্যাটজিপিটি অ্যাকাউন্টের
Array

ChatGPT | Hacking | নিরাপত্তা নিয়ে ঝুঁকি আরও বাড়ল চ্যাটজিপিটি অ্যাকাউন্টের

Follow Us :

কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) গবেষণা প্রতিষ্ঠান ওপেন এআইয়ের (AI) তৈরি চ্যাটবট চ্যাটজিপিটির (ChatGPT) ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্ল্যাটফর্মটি নিয়ে নিরাপত্তাঝুঁকিও। প্রকাশ হওয়া এক তথ্য অনুযায়ী সম্প্রতি এক লাখেরও বেশি চ্যাটজিপিটি অ্যাকাউন্ট হ্যাক (Hack) হয়েছে বলে খবর। এর আগে, অভ্যন্তরীন নিরাপত্তাত্রুটির কারণে এই অন্যদের চ্যাটের টাইটেল দেখতে পেয়েছিলেন ব্যবহারকারীরা। আর এবার প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠান গ্রুপ আইবি নিজেদের এক প্রতিবেদনে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাকিংয়ের তথ্যটি জানিয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, গত এক বছরে ১ লাখ ১ হাজারেরও বেশি চ্যাটজিপিটি অ্যাকাউন্টের লগইনের তথ্য ডার্ক ওয়েবের বিভিন্ন মার্কেটপ্লেসে বিক্রি হয়েছে। শুধু গত মাসে এই সংখ্যা ২৬ হাজার ৮০০। অ্যাকাউন্টগুলোর ব্যবহারকারীদের ই–মেইল, পাসওয়ার্ড ও ফোন নম্বর নিরাপত্তাঝুঁকিতে রয়েছে। তথ্যগুলো কাজে লাগিয়ে ফিশিং হামলার শঙ্কার কথাও জানিয়েছে আইবি।

গ্রুপ-আইবি-এর হেড অফ থ্রেট ইন্টেলিজেন্স দিমিত্রি শেস্তাকভ এক বিবৃতিতে বলেন, ‘অনেক প্রতিষ্ঠান যোগাযোগ ও কোড অপ্টিমাইজেশনের ক্ষেত্রে চ্যাটজিপিটি ব্যবহার করে আসছে। হ্যাকাররা যদি চ্যাটজিপিটি অ্যাকাউন্টে লগইনের তথ্য পায়, তাহলে তারা প্রতিষ্ঠানগুলোর সংবেদনশীল তথ্য পেতে পারে।’

RELATED ARTICLES

Most Popular