1
2
3
4
5
6
7
8
9
10
11
12
K T V Clock
ইডি সূত্রের খবর, ৩০ মে ইডি দফতরে তাঁকে ডেকে পাঠানো হয়েছে
Kalighater Kaku | নিয়োগ দুর্নীতি কাণ্ডে আগামী সপ্তাহে তলব 'কালীঘাটের কাকু'-কে
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published by:  রাতুল বন্দ্যোপাধ্যায়
  • Update Time : 26-05-2023, 10:23 am

কলকাতা: আগামী সপ্তাহে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে তলব ইডির (Enforcement Directorate)। নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তলব। ইডি সূত্রের খবর, আগামী মঙ্গলবার অর্থাৎ ৩০ মে সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে তাঁকে ডেকে পাঠানো হয়েছে। পাশাপাশি এই একই মামলায় জ্ঞানানন্দ সামন্ত ও সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরাকেও তলব করেছে ইডি। গত শনিবার তৃণমূলের দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য জ্ঞানানন্দ সামন্তের বিবিরবহাটের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি।

সম্প্রতি সিবিআই (CBI) এসেও তল্লাশি চালিয়েছিল তাঁর ফ্ল্যাটে। সে সময় কাকুর বাড়ি থেকে কয়েক লক্ষ নগদ টাকা বাজেয়াপ্ত করে সিবিআই। তিনি অবশ্য দাবি করেন, বোন হাসপাতালে ভর্তি, চিকিৎসার বিল মেটানোর জন্য ওই অর্থ তুলেছিলেন। একটি অ্যাডমিট কার্ডও পাওয়া গিয়েছিল তাঁর বাড়ি থেকে। তিনি দাবি করেন, সেটা তাঁর শ্যালিকার পুত্রের পুরসভায় চাকরির পরীক্ষা দেওয়ার জন্য প্রদত্ত অ্যাডমিট কার্ড। এ ছাড়া তাঁর একটি ফোনও বাজেয়াপ্ত করেছে সিবিআই।

আরও পড়ুন: China | Corona | চিনে ফের চোখ রাঙাচ্ছে করোনা, জুনে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা  

নিয়োগ দুর্নীতির তদন্তে একের পর এক হেভিওয়েটের নাম সামনে এসেছে। তেমনই গোপাল দলপতির মুখে প্রথম শোনা গিয়েছিল কালীঘাটের কাকু তথা সুজয়কৃষ্ণ ভদ্রের নাম। কুন্তল ঘোষ চাকরি বিক্রির টাকা কোথায় পৌঁছে দিতেন, এই প্রশ্নের জবাবে গোপাল দলপতি কালীঘাটের কাকুর কথা বলেছিলেন। তদন্ত করতে গিয়ে কালীঘাটের কাকু হিসেবেই তাঁর নাম প্রথম আসে তদন্তকারী আধিকারিকদের হাতে। কয়েকদিন আগেই তাঁর বেহালার বাড়িতে বানা দেন সিবিআই আধিকারিকেরা। এর আগেও সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে তলব করেছিল সুজয়কৃষ্ণকে। পরে তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্কের নথিও চেয়ে পাঠানো হয়েছিল। সেই সব নথি তিনি সিবিআইকে (CBI) জমা দিয়েছেন বলেও সুজয়কৃষ্ণ দাবি করেছিলেন। এবার সেই সুজয়কৃষ্ণের বাড়িতেই হাজির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Tags : Recruitment Scam Kalighater Kaku Enforcement Directorate কালীঘাটের কাকু

0     0
Please login to post your views on this article.LoginRegister as a New User

শেয়ার করুন


© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.