Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাNawsad Siddique | মুখ্যমন্ত্রী ব্যস্ত, সময় দিতে পারেননি, নবান্নে এসে বললেন নওশাদ

Nawsad Siddique | মুখ্যমন্ত্রী ব্যস্ত, সময় দিতে পারেননি, নবান্নে এসে বললেন নওশাদ

Follow Us :

কলকাতা: আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি নবান্নে। বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে যান নওশাদ। সূত্রের খবর, ভাঙড়ে আইএসএফ-তৃণমূল সংঘর্ষের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে কথা বলার জন্য তিনি এসেছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী নবান্নে থাকলেও তাঁর সঙ্গে দেখা হয়নি। বুধবার বেলা ১২টার আগেই তিনি নবান্নে পৌঁছে গিয়েছিলেন।  

এ বিষয়ে নওশাদ বলেন, ভাঙড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তা জানাতেই মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলাম। তার আগে দেখা করব জানিয়ে মেলও করেছিলাম। কিন্তু মুখ্যমন্ত্রীর সময় হয়ে ওঠেনি। আজ আবেদন জানিয়ে গেলে হয়তো আগামী কয়েক দিনের মধ্যে দেখা করতে পারব। প্রয়োজন হলে ফের পরে আসব।

আরও পড়ুন: Panchayat Election | পঞ্চায়েত ভোটের মুখেই আটক তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ

তিনি আরও বলেন, ভাঙড়ের যা পরিস্থিতি, তাতে আমি সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। সাধারণ মানুষ ভাঙড়ে আক্রান্ত হচ্ছেন। তাঁরা যে দলেরই হোন না কেন, আমি মানুষের জন্য ছুটে এসেছি। ভাঙড়ে যে তৃণমূল করে আমি তারও জনপ্রতিনিধি, যে বিজেপি করে তারও জনপ্রতিনিধি, সকলে যাতে সুরক্ষিত ও নিরাপদে থাকে তার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলাম। 

 

RELATED ARTICLES

Most Popular