Placeholder canvas

Placeholder canvas
Homeকলকাতাবছরের শেষদিনেও শহরে উধাও শীতের আমেজ

বছরের শেষদিনেও শহরে উধাও শীতের আমেজ

নতুন বছরের প্রথম সপ্তাহে পারদ পতনের সম্ভাবনা

Follow Us :

কলকাতা: রবিবার বছরের শেষ দিনে শহরে কার্যত উধাও শীতের আমেজ। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বেশ কয়েক দিন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা (Temperature) কম থাকলেও বড়দিনের দিন থেকেই তাপমাত্রা আবার ঊর্ধ্বমুখী। আবহাওয়া দফতর জানাচ্ছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় পশ্চিমী ঠান্ডা বাতাস ঢুকতে বাধা পাচ্ছে। ফলে পশ্চিমবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকছে কয়েকদিন ধরে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিন শুষ্ক ও পরিষ্কার ওয়েদার থাকবে। তাপমাত্রারও তেমন কোন উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি বেশি রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন বছরের শুরুতেই ঠান্ডা কম থাকবে। নতুন সপ্তাহে তাপমাত্রার পারদ ১৬ থেকে ১৭ ডিগ্রির মধ্যে থাকবে। রবিবার কলকাতায় (Kolkata) রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই উপরে থাকবে (Weather Update)।

আরও পড়ুন: স্বাস্থ্য কমিশনের বিচার করার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৪ দিন কোনোভাবেই রাতের তাপমাত্রা নামবে না। পরিস্থিতির পরিবর্তন হবে ৩ জানুয়ারি থেকে। অর্থাৎ নতুন বছরের প্রথম সপ্তাহের শেষের দিকে পারদ পতনের সম্ভাবনা থাকছে। জানুয়ারির প্রথম সপ্তাহের শেষে ১৫ ডিগ্রির নিচে নামবে তিলোত্তমার পারদ। পাশাপাশি জেলায় জেলায় ১০ থেকে ১২ ডিগ্রির কাছাকাছি থাকবে পারদ। পশ্চিমের দু-এক জেলায় দশ ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular