Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsBowbazar: দুর্গা পিটুরি লেনের বিপজ্জনক বাড়ি ভাঙা হবে সোমবারই

Bowbazar: দুর্গা পিটুরি লেনের বিপজ্জনক বাড়ি ভাঙা হবে সোমবারই

Follow Us :

কলকাতা: সোমবারই ভাঙা হতে পারে বউবাজারের ক্ষতিগ্রস্ত দু’টি বাড়ি। কেএমআরসিএল সূত্রের খবর, দুর্গা পিটুরি লেনের বাড়িগুলিতে আংশিক ভাঙার কাজ আজ শুরু হবে। বাকি অংশ নিরাপদ থাকলে পুরো বাড়ি ভাঙা হবে না। তবে বিপজ্জনক থাকলে পুরো বাড়িই ভেঙে ফেলা হবে। ওই এলাকার বাকি বাড়িগুলির ক্ষেত্রে কলকাতা পুরসভার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কেএমআরসিএল।

এদিন সকাল থেকেই ১৬ নম্বর এবং ১৬/১ নম্বর দুর্গা পিটুরি লেনে বাড়িগুলি থেকে সরঞ্জাম বের করার কাজ শুরু হয়েছে। এত কম সময়ের মধ্যে যাবতীয় জিনিস নিয়ে কোথায় যাবেন বাসিন্দারা, তা নিয়ে চরম অসন্তোষ তৈরি হয়েছে। যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা না করেই কেন বাড়ি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন ক্ষতিগ্রস্তরা।

দুর্গা পিটুরি লেনে বাড়ি ভাঙা নিয়ে সকাল থেকেই ভিড় জমেছে ওই চত্ত্বরে। বাড়িতে লোহার বিমের সাপোর্ট দিয়ে ভাঙার কাজ শুরু হবে। সরঞ্জাম বের করার কাজ শেষ হলেই বাড়ি ভাঙা হবে। এতদিনের আশ্রয়, সবটাই হারিয়ে যাচ্ছে বাসিন্দাদের। ধসের কারণে ফের ঘরছাড়া হয়েছে একাধিক পরিবার। ফের আশ্রয় নিতে হয়েছে হোটেলে। কিন্তু নিজেদের এতদিনের বসত ভিটের কী হবে? আর কি ফেরা যাবে নিজের বাড়িতে? বউবাজারের ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের মনে এই সবকিছু নিয়ে ঘুম উড়েছে সবার।

আরও পড়ুন: Bengal Weather: ঝড়বৃষ্টিতেও গরম ও অস্বস্তি বাড়বে বঙ্গে

RELATED ARTICLES

Most Popular