Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাBowbazar: জলের চাপ পরিবর্তনেই বিপত্তি, বাড়ি ফাটলের কারণ জানাল মেট্রো

Bowbazar: জলের চাপ পরিবর্তনেই বিপত্তি, বাড়ি ফাটলের কারণ জানাল মেট্রো

Follow Us :

কলকাতা: মেট্রোর কাজ চলাকালীন বউবাজারের বাড়িগুলিতে কেন ফাটল? এবার এই ঘটনার ব্যাখ্যা দিল (KMRCL) কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে তাদের তরফে জানানো হয়, সুড়ঙ্গে জল ঢোকার কারণেই এই বিপত্তি। জলের চাপের তারতম্যের কারণেই বউ বাজারের দুর্গা পিতুরি লেনের বাড়িগুলিতে ফাটল দেখা গিয়েছে।

শিয়ালদহ থেকে এসপ্লানেড মেট্রো জোড়ার কাজ চলছে। কিন্তু সমস্ত রকম ব্যাবস্থা নেওয়ার পরেও বুধবার রাতে বউবাজার এলাকার ১০টিরও বেশি বাড়িতে ফাটল দেখা যায়। তবে, কি পরিকল্পনা ছাড়াই এগোচ্ছিল মেট্রোর কাজ? যে কারণেই বাড়িগুলিতে ফাটল?

এর জবাবে মেট্রো কর্তৃপক্ষ জানায়, শিয়ালদহের দিক থেকে নতুন লাইন চালু করা হয়েছে। যথেষ্ট সতর্কতার সঙ্গেই কাজ এগোচ্ছে। যা সমস্যা হয়েছে পুরোটাই এসপ্ল্যানেডের দিক থেকে। জয়েন্টের জন্য যে বক্স বানানো হয়েছে তার ২১.৫ মিটার বক্সের মধ্যে এই কয়েকদিনের বৃষ্টির কারণে সুড়ঙ্গের মাটির জলস্তর বেড়ে গিয়েছে। প্রায় ১৫ মিটার জলস্তর বেড়ে যাওয়ার কারণে সুড়ঙ্গে মোট ১১টি জায়গা থেকে জল ঢোকে। যার চাপেই আশেপাশের বাড়িগুলিতে ফাটল ধরেছে।

আরও পড়ুন- Cyclone Asani: শুধুই নিম্নচাপ, শক্তিহীন অশনির জেরে বৃষ্টি অন্ধ্র-বাংলায়

একইসঙ্গে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বর্তমানে আর যাতে জল না ঢুকতে পারে তার ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ থাকলেও ঠিক ঠাক নিয়ম মেনেই কাজ করছে মেট্রো রেল।  কোনও রকম ত্রুটি বা গাফিলতি হয়নি।

RELATED ARTICLES

Most Popular