কলকাতা: কুণাল ঘোষের করা মানহানির মামলায় বড় ধাক্কা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সশরীর হাজিরায় নিষেধাজ্ঞা চেয়ে আপিল করেছিলেন শুভেন্দু। সেই আপিল খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, সশরীর হাজিরা দিতে হবে রাজ্যের বিরোধী দলনেতাকে।
শুভেন্দু বলেছিলেন, কুণাল ঘোষ বাবার ত্যাজ্যপুত্র। কুণাল তা নিয়ে মানহানির মামলা করেন। শুভেন্দু বাঘা আইনজীবীদের দাঁড় করিয়েছিলেন। আবেদনে বলা হয়েছিল, তাঁর বাড়ি কাঁথিতে, অনেক দূরে। তাই সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হোক।
আরও পড়ুন: Cattle Scam: কেষ্ট ঘনিষ্ঠ কাউন্সিলরকে আটক সিবিআইয়ের
কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী বলেন, শুভেন্দুর আবেদনে বলা হয়েছে, তিনি বিরোধী দলনেতা। বিধানসভায় বসেন। রাজনীতির কাজে সারা বাংলা ঘোরেন। তিনি বিধানসভায় আসতে পারলে তিনশো মিটার দূরে আদালতে হাজিরা দিতে পারবেন না কেন। দুই তরফের শুনানির পর আদালত আবেদন খারিজ করে শুভেন্দুকে ব্যক্তিগত হাজিরার নির্দেশ দেয়। ২২ সেপ্টেম্বর তাঁকে সশরীর হাজিরা দিতে হবে।