বীরভূম: গরু পাচার কাণ্ডে বুধবার সকাল থেকেই বোলপুরের একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নামে সিবিআই। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এদিন তল্লাশি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁকে জিজ্ঞাসাবাদের পর বোলপুর পুরসভার সুরিপাড়ার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজ্যোতিকে আটক করে সিবিআই।
গরু পাচার কাণ্ডে মঙ্গলবারই আসানসোলের জেলে অনুব্রত ও তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে জিজ্ঞাসাবাদ করার পর এদিন বোলপুরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি বোলপুরের উকিল বটিতে সুজিত দে নামে এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালায় সিবিআইয়ের প্রতিনিধিরা। অন্যদিকে, মণীশ কোঠারি অনুব্রত মন্ডলের হিসাব রক্ষক তার বাড়িতেও এদিন যায় সিবিআই।
আরও পড়ুন: TET Scam: তৃণমূল জমানায় প্রাথমিকে নিয়োগের পূর্ণাঙ্গ তথ্য চাইল ইডি পর্ষদের কাছে