সিউড়ি: ফেসবুকে পরিচয়। ফোন করে ডেকে গণধর্ষণ। বীরভূমের সিউড়ির (Suri) চাঁদমারি মাঠের ঘটনা। সিউড়ি থানায় অভিযোগ দায়ের। ধর্ষণের ঘটনায় গ্রেফতার দুইজন। চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ সিউড়ি জেলা জজ আদালতের।
রাজনগর থানার বাসিন্দা এক মহিলার সঙ্গে ফেসবুকে আলাপ বাদশা নামে একজনের। এরপর বীরভূমের সিউড়ির চাঁদমারি মাঠে ডাকা হয় ওই যুবতীকে। গত ২৩ তারিখে দুজন মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ। সিউড়ি থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করে সিউড়ি থানার পুলিশ।
আরও পড়ুন: দানবীয় ‘রেমাল’, সর্বোচ্চ গতিবেগ কত হতে পারে?
এদিন ধৃত দুজনকে সিউড়ি জেলা জজ আদালতে তোলা হয়। সিউড়ি থানার পুলিশের পক্ষ থেকে দু’জনকেই পাঁচদিনের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায়। আদালত চার দিনের জন্য মঞ্জুর করেছে।
জেলার সদর শহর সিউড়ি। সিউড়ি শহরের প্রাণকেন্দ্র চাঁদমারি মাঠ। রাস্তার উল্টোদিকে পুলিশ লাইন। জনবহুল এলাকা। এমন একটি জায়গায় গণধর্ষণের ঘটনার অভিযোগ। স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও খবর দেখুন