Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাKolkata Metro: বাড়তি নিরাপত্তা কলকাতা মেট্রোতে, নামানো হয়েছে স্নিফার ডগ

Kolkata Metro: বাড়তি নিরাপত্তা কলকাতা মেট্রোতে, নামানো হয়েছে স্নিফার ডগ

Follow Us :

কলকাতা:  সাধারণতন্ত্র দিবসের (Republic Day) কারণে বাড়তি নিরাপত্তা কলকাতা মেট্রোতে (Kolkata Metro)। সোমবার সকাল থেকে মেট্রো রেলের পক্ষ থেকে যাত্রীদের নিরাপত্তার জন্য স্টেশনে নামানো হয়েছে স্নিফার ডগ ও বম স্কোয়াড। এছাড়াও চলছে লাগাতার চেকিং।

সাধারণতন্ত্র দিবস যাতে নির্বিঘ্নে উদযাপন করা যায় সেই লক্ষ্যেই প্রতিবারের মতো নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করল মেট্রো রেল কর্তৃপক্ষ। সোমবার থেকে ষ্টেশনগুলিতে নামানো হল স্নিফার ডগ, বম স্কোয়াড। এছাড়াও রেলওয়ে প্রোটেকশন ফোর্সের জওয়ানরা কড়া নজরদারির চালাচ্ছে সবকটি ষ্টেশনে।

চালানো হচ্ছে নাকা চেকিংও। একইসঙ্গে সিসিটিভি সার্ভিলেন্সের মাধ্যমে তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে মেট্রোতে ট্রাভেল করতে আসা যাত্রীদের উপর। অনেক যাত্রীকেই জিজ্ঞেস করা হচ্ছে কোথায় থেকে তাঁরা আসছেন এবং কোথায় যেতে চান।

প্রতিবছরই ২৬ জানুয়ারি, ১৫ আগস্টের মত গুরুত্বপূর্ণ দিনগুলিকে নাশকতামূলক কাজের জন্য বেছে নেয় আতঙ্কবাদীরা। সেই জন্যই রেলওয়ে প্রোটেকশন ফোর্স, জিআরপি-র জওয়ানরা যাত্রীদের বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেন।

আরও পড়ুন- Delhi Metro Republic Day: সাধারণতন্ত্র দিবসের আগে আঁটসাঁট নিরাপত্তা, আংশিক চলবে দিল্লি মেট্রো

শুধু কলকাতা নয় মেট্রোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে রাজধানী দিল্লিতে। DMRC বিজ্ঞপ্তিতে জানিয়েছে,  নিরাপত্তার কারণে বুধবার সাধারণতন্ত্র দিবসে (Republic Day) দিল্লি মেট্রো (Delhi Metro) আংশিক ভাবে চলবে।

 

RELATED ARTICLES

Most Popular