Homeকলকাতাছাত্রমৃত্যুর ঘটনায় ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ হল ৬ পড়ুয়ার

ছাত্রমৃত্যুর ঘটনায় ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ হল ৬ পড়ুয়ার

Follow Us :

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় অভিযুক্ত ৬ পড়ুয়ার ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করল কর্তৃপক্ষ। শনিবার বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেয়, অভিযুক্তরা আইনের চোখে যতদিন না নির্দোষ প্রমাণিত হবে,ততদিন বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ করতে পারবেন না। এমনকী হস্টেলেও তাঁদের ঢোকা নিষিদ্ধ। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ওই বিজ্ঞপ্তি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সংশ্লিষ্ট দফতরে।

বিশ্ববিদ্যালয় এদিন অভিযুক্ত ওই ৬ জনের নামও বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে। তাঁরা হলেন, দীপশেখর দত্ত, মনতোষ ঘোষ, আসিফ আফজাল আনসারি, সত্যব্রত সরকার, অঙ্কন সরকার, মহম্মদ আরিফ। তবে ওই ছাত্রের মৃত্যুকাণ্ডে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৌরভ চৌধুরীর নাম নেই বিজ্ঞপ্তিতে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলের অভিযোগ, কর্তৃপক্ষ র‍্যাগিং কাণ্ডে ছাত্রমৃত্যুর ঘটনায় শাস্তি দেওয়ার ব্যাপারে অহেতুক তাল বাহানা ঘটছে। বিশ্ববিদ্যালয়ের সবকটি শিক্ষক সংগঠনই কর্তৃপক্ষের ওই আচৰণের তীব্র নিন্দা করেছে। দু’দিন আগেই সঠিক পদক্ষপের দাবিতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমনকল্যাণ লাহিড়ী বিশ্ববিদ্যালয় চত্বরে ধরনায় বসেন। তাঁকে সমর্থন জানিয়েছিল যাদবপুর টিচার্স ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন বা জুটা। পরে অবশ্য বিশ্ববিদ্যালয়ের তরফে আশ্বাস মেলায় অধ্যাপক লাহিড়ী ধরনা তুলে দেন।

আরও পড়ুন: দিঘায় শুরু ‘বাংলা মোদের গর্ব’ অনুষ্ঠান

গত ৯ অগাস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ-১ ব্লকে মৃত্যু হয় বাংলা বিভাগের প্রথমবর্ষের এক ছাত্রের। অভিযোগ, সিনিয়র ছাত্রদের র‍্যাগিংয়ের কারণেই ওই ছাত্রের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ তাঁদের ছেলেকে মানসিক এবং শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে। এরপরেই তাঁর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয় গোটা রাজ্য।

দেখুন আরও খবর:

RELATED ARTICLES

Most Popular