Placeholder canvas

Placeholder canvas
Homeকলকাতাফের ব্যস্ত সময়ে স্তব্ধ মেট্রো, আধঘণ্টা পর স্বাভাবিক পরিষেবা

ফের ব্যস্ত সময়ে স্তব্ধ মেট্রো, আধঘণ্টা পর স্বাভাবিক পরিষেবা

Kolktata Metro

Follow Us :

কলকাতা: সকালের ব্যস্ত সময়ে ফের ব্যাহত মেট্রো পরিষেবা (Metro Service)। সিগন্যালিংয়ের সমস্যা জেরে আংশিক ব্যাহত পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত, ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত চলছে মেট্রো। অফিস টাইমে ভোগান্তির শিকার যাত্রীরা।

মেট্রো রেল সূত্রে খবর, শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ পার্ক স্ট্রিট (Park Street) থেকে এসপ্ল্যানেডে (Esplanade) সিগন্যালিংয়ের (signaling) সমস্যা দেখা যায়। তার ফলে গিরিশ পার্ক থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর এবং ময়দান থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত স্বাভাবিক ছিল পরিষেবা। রেলের আধিকারিক, ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছান। তৎপরতার সঙ্গে পরিষেবা স্বাভাবিক করার কাজ করেন ইঞ্জিনিয়াররা। প্রায় আধঘণ্টা পর পরিষেবা স্বাভাবিক হয়। ১২টা ০৬ মিনিট নাগাদ ময়দান থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো চলাচল শুরু হয়। ১২টা ১০ মিনিট থেকে গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা স্বাভাবিক হয়।

আরও পড়ুন: ৩ মাস পর ফের খুলছে ডুয়ার্সের সব জঙ্গল, খুশির হাওয়া পর্যটক মহলের 

সকালের ব্যস্ত সময় আচমকাই মেট্রো পরিষেবা স্তব্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। সকাল থেকে বৃষ্টির দাপট। কাদা প্যাচপ্যাচে রাস্তায় শ্লথ গতিতে যানচলা। বাস ও ট্রেনে নিত্যযাত্রীদের ঠাসা ভিড়। স্টেশনগুলিতে দীর্ঘক্ষণ ধরে আটকে থাকতে হয় যাত্রীদের। তারমধ্যে বৃষ্টি মাথায় নিয়ে মেট্রো যাত্রীদের ভিড় বাসে ট্রেনে দম বন্ধ করা পরিস্থিতি। দুর্ভোগে নিত্য যাত্রীরা। বারবার মোট্রো বিভ্রাটের জেরে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। তাদের মধ্যে ক্ষোভও তৈরি হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular