Placeholder canvas

Placeholder canvas
Homeকলকাতাkolkata Weather Update : উধাও কনকনে ঠান্ডা, বড়দিনের আগেই বাড়বে তাপমাত্রা

kolkata Weather Update : উধাও কনকনে ঠান্ডা, বড়দিনের আগেই বাড়বে তাপমাত্রা

Follow Us :

কলকাতা: কয়েকদিন ধরে রোজই বাড়ছে কলকাতার তাপমাত্রা। ফলে, কমছে শীতের আমেজ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে মাত্র ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হয়েছে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,  আগামী ২৪ ঘণ্টা পরিষ্কার থাকবে আকাশ। ফলে, রাতের দিকে কমতে পারে তাপমাত্রা।

দিন কয়েক আগেই এক ধাক্কায় ৩ ডিগ্রি কমে গিয়েছিল তাপমাত্রা। শহর জুড়ে জাঁকিয়ে পড়েছিল ঠাণ্ডা। শহরবাসী বড়দিনে কনকনে ঠাণ্ডা উপভোগ করার আশা করেছিল। তবে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বন্ধ হবে উত্তুরে হাওয়া। শুক্রবার  ও রবিবার দুটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে রাজ্যে। যে কারণে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে। যার প্রভাব পড়বে বড়দিনে। পশ্চিমী ঝঞ্জার কারণে তাপমাত্রা বাড়ার ফলে ক্রিসমাসে জাঁকিয়ে শীত পড়ার সম্ভবনা নেই বললেই চলে।

অন্যদিকে তাপমাত্রা কমে যাওয়ার কারণে দক্ষিণবঙ্গের তাপমাত্রা টেক্কা দিচ্ছিল উত্তরবঙ্গের জেলাগুলিতে। কোচবিহার, শিলিগুড়ির ঠাণ্ডাকেও পিছনে ফেলেছিল পুরুলিয়া, কাঁথি, শ্রীনিকেতন, পানাগড়ের তাপমাত্রা। যদিও এইসব জেলাগুলিতে পশ্চিমী ঝঞ্জার কারণে বেড়েছে তাপমাত্রা। তবে, বজায় রয়েছে শীতের আমেজ। 

এই ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় শুক্রবার থেকে সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমের উঁচু এলাকায়। আগামী ২৪ ঘন্টায় পূর্ব ভারতের উড়িষ্যা-সহ মধ্য ও উত্তর-পশ্চিম ভারতের বেশকিছু রাজ্যে শৈত্যপ্রবাহের সর্তকতা রয়েছে। পূর্ব ভারতে তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি। উত্তর পশ্চিম ভারতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি বাড়বে।

আরও পড়ুন- Tathagata Roy: ভিকট্রি নয়, তিন নম্বরে দল, টুইট করে দিলীপদের খোঁচা বিজেপির তথাগত’র

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু ও কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বুধ ও বৃহস্পতিবার। শুক্রবার থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারতের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে। ভারী বৃষ্টি হতে পারে সোমবার। আগামী কয়েকদিনে বৃষ্টি এবং শিলা বৃষ্টি হতে পারে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি তে যেমন অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে। একইসঙ্গে আগামি তিন-চার দিন ঘন কুয়াশা হতে পারে পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানে।

 

RELATED ARTICLES

Most Popular