HomeকলকাতাGoa Polls: মমতা-অভিষেকের সঙ্গে গোয়ায় তৃণমূলের প্রচারের মুখ বাবুল-মহুয়া-ডেরেক

Goa Polls: মমতা-অভিষেকের সঙ্গে গোয়ায় তৃণমূলের প্রচারের মুখ বাবুল-মহুয়া-ডেরেক

Follow Us :

কলকাতা: ২৩ জানুয়ারি ফের গোয়া সফরে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তার একদিন আগে আজ, শনিবার গোয়া বিধানসভা ভোটে দলের তারকা প্রচারকদের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস৷ ১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা ভোট৷ সেখানে প্রচারে তৃণমূল ময়দানে নামাচ্ছে বাবুল সুপ্রিয়, সায়নী ঘোষ, নাফিসা আলি, লিয়েন্ডার পেজ, ডেরেক ও’ব্রায়েন, মহুয়া মৈত্র, যশবন্ত সিনহাকে৷ অবশ্যই রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আগামিকাল অভিষেকের গোয়ায় যাওয়ার কথা৷ থাকবেন ২৬ জানুয়ারি পর্যন্ত৷ তাঁর এই সফরে তৈরি হতে পারে তৃণমূলের প্রচারসূচি৷

এদিনই নির্বাচন কমিশন মিছিল এবং রোড শো-এ নিষেধাজ্ঞার মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দিয়েছে৷ তবে জনসভার ক্ষেত্রে নিয়মের কড়াকড়ি একটু শিথিল করেছে৷ জানিয়েছে, খোলা জায়গায় সর্বাধিক ৫০০ জন লোককে নিয়ে জনসভা করা যেতে পারে৷ যদিও করোনা আবহে অধিকাংশ রাজনৈতিক দলই এখন প্রচারের মাধ্যম হিসেবে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে জোর দিচ্ছেন৷ কিন্তু কমিশনের সিদ্ধান্তের পর রাজনৈতিক দলগুলি জনসভার মাধ্যমে ভোট প্রচারে যেতে বেশি আগ্রহী হয়ে উঠবে তা বলাই বাহুল্য৷ তৃণমূল এদিন গোয়ায় প্রচারে দায়িত্বে ৩০ জনের নাম ঘোষণা করেছে৷ তাঁরা কবে, কোথায় এবং কোন প্রার্থীর হয়ে প্রচারে নামবেন সেই সূচি এবার তৈরি করা হবে৷

গোয়ায় ৪০টি বিধানসভা আসনের মধ্যে ১১টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল৷ প্রাক্তন দুই মুখ্যমন্ত্রীকে প্রার্থী করে ভোটে চমক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল৷ গোয়ার প্রথম বিধানসভা নির্বাচনে তৃণমূল জোট বেঁধে লড়ছে মহারাষ্ট্র গোমন্তক পার্টির সঙ্গে৷ গোমন্তক পার্টি ৮টি আসনে প্রার্থী দিয়েছে৷ এখনও ২১টি আসনে প্রার্থী দেওয়া বাকি৷ অভিষেকের এই সফরে মহারাষ্ট্র গোমন্তক পার্টির সঙ্গে আসনরফা চূড়ান্ত করে তৃণমূল প্রার্থিতালিকা ঘোষণা করতে পারে বলে রাজনৈতিক মহলের অভিমত৷

আরও পড়ুন: UP Election: উত্তরপ্রদেশে দ্বিতীয় দফার ভোটে প্রার্থী তালিকা প্রকাশ মায়াবতীর

RELATED ARTICLES

Most Popular