Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsMamata Banerjee: বিএসএফকে রাজনীতির কাজে লাগাচ্ছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ মমতার

Mamata Banerjee: বিএসএফকে রাজনীতির কাজে লাগাচ্ছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ মমতার

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বিএসএফকে বিজেপি রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাইছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবারই ২ দিনের রাজ্য সফরে বাংলায় এসেছেন। বিএসএফের সঙ্গে তাঁর বেশকিছু বৈঠক হয়। সেই কর্মসূচিকে কটাক্ষ করে তৃণমূল নেত্রী বলেন, উনি রাজ্যে এসেছেনই বিএসএফকে নিয়ে রাজনীতি করতে। তাই বিএসএফের সঙ্গে এতসব বৈঠক। তাঁর হুঁশিয়ারি, বাংলায় এসব করে লাভ হবে না।

এর আগে বিএসএফের গতিবিধি বাড়ানো নিয়েও কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়িয়েছিল রাজ্যের তৃণমূল সরকার। সীমান্তে ৫০ কিলোমিটার পর্যন্ত বিএসএফ ঢুকতে পারবে বলে মাসখানেক আগে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে। সঙ্গে সঙ্গে সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানায় রাজ্য সরকার। খোদ মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের প্রতিবাদ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেন। তাঁর অভিযোগ, বিএসএফ সীমান্ত এলাকায় বিনা কারণে মানুষকে মেরে ফেলছে। কখনও কখনও দেহ গায়েব করে দিচ্ছে। তিনি পরিষ্কার জানিয়ে দেন বিএসএফকে কিছুতেই এতটা ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। তাহলে ওরা যা খুশি তাই করে বেড়াবে। একাধিক প্রশাসনিক বৈঠকেও মুখ্যমন্ত্রী এ ব্যাপারে বিভিন্ন জেলা প্রশাসনকে সতর্ক করে দেন।

আরও পড়ুন: Amit Shah: করোনা মিটলেই বাংলায় সিএএ, দিদি আপনি কিছু করতে পারবেন না: শাহ

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরের মাঝে ফের নতুন করে বিএসএফ বিতর্ক সামনে চলে এল। মুখ্যমন্ত্রী বলেন, ওঁর মনে রাখা উচিত, উনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলার আইনশৃঙ্খলা নিয়ে তাঁকে চিন্তা না করলেও চলবে। উনি দিল্লি এবং বিজেপি শাসিত অন্য রাজ্যগুলির আইনশৃঙ্খলা নিয়ে ভাবুন। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার বিএসএফকে নিয়ে ঘৃণ্য রাজনীতি করছে।

রাজ্য কমিটির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপির দেশে দাঙ্গার আগুন লাগাতে চাইছে। তিনি বলেন, বারবার বলছি, আগুন নিয়ে খেলবেন না।

এদিন শিলিগুড়িতে বিএসএফ কর্তাদের সঙ্গে অমিত শাহের বৈঠকে বিজেপির অনেক রাজ্য নেতাও উপস্থিত ছিলেন। তা নিয়ে উত্তরবঙ্গের তৃণমূল নেতারা প্রশ্ন তোলেন। সেই প্রসঙ্গেই তৃণমূল নেত্রীর অভিযোগ, বিএসএফকে নিয়ে ওরা রাজনীতি করছে।  শিলিগুড়িতে অমিত শাহ জনসভায় বলেন, রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ দিকে এগোচ্ছে। তার প্রতিক্রিয়ায় মমতা বলেন, ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে।

RELATED ARTICLES

Most Popular