Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাKMC | ১৮ মে কলকাতা পুরসভায় রাজ্য ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

KMC | ১৮ মে কলকাতা পুরসভায় রাজ্য ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

Follow Us :

কলকাতা: আগামী ১৮ই মে কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation) রাজ্য ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক। মূলত আসন্ন বর্ষার (Monsoon) কথা মাথায় রেখে শহর কলকাতায় (Kolkata) জল জমলে তা দ্রুত বের করে দেওয়ার লক্ষ্যেই এই বৈঠক। বিকেল তিনটের সময় কলকাতা পুরসভায় এই বৈঠকটি হবে।

মুষলধারে বৃষ্টি হলেই কলকাতা না ভেনিস তা বোঝা দায়! কোথাও  হাঁটু সমান জল। তো কোথাও আবার কোমর সমান। উত্তর কলকাতার বাগবাজার, সুকিয়া স্ট্রিট ঠনঠনিয়া কালীবাড়ি, দক্ষিণের সাদার্ন অ্যাভিনিউ, যাদবপুর, বেহালা । বর্ষার মরশুমে শহরের এ চেনা ছবি।  বর্ষার আগে শহরবাসীকে জমা জলের যন্ত্রা থেকে মুক্তি দিতেই ইরিগেশন দফতর ও কলকাতা পুরসভা যৌথভাবে শহরের  ক্যানাল গুলির সংস্কারের কাজ দ্রুত শেষ করা ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে বৈঠকে। উপস্থিত থাকবেন মেয়র ফিরহাদ হাকিম, পুরো কমিশনার বিনোদ কুমার, মেয়র পারিষদ নিকাশী তারক সিং সহ কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারিং, নিকাশী, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, সহ একাধিক বিভাগের আধিকারিকগণ।

অন্যদিকে রাজ্য ইরিগেশন দফতরের পক্ষ থেকে উচ্চপর্যয়ের আধিকারিক ও ইঞ্জিনিয়ার গনের উপস্থিত থাকার কথা রয়েছে।এই বৈঠকে  ইতিমধ্যে বোট ক্যানেল, টালি নালার সংস্কারের কাজের খতিয়ান পেশ করা হবে।  পাশাপাশি অন্যান্য খালগুলির সংস্কারের কাজের গতিপ্রকৃতি নিয়েও বিশদে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে।

RELATED ARTICLES

Most Popular