Placeholder canvas

Placeholder canvas
Homeকলকাতাচলতি বছরের শেষে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে শুরু পারে পরিষেবা

চলতি বছরের শেষে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে শুরু পারে পরিষেবা

Follow Us :

কলকাতা: চলতি বছরের শেষে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে ইস্ট–ওয়েস্ট মেট্রোর  (Metro Howrah Maidan Esplanade)বাণিজ্যিক পরিষেবা শুরুর সম্ভাবনা জোরালো। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট–ওয়েস্ট মেট্রো পরিষেবা চালুর দিনক্ষণ এখনও স্থির হয়নি। মেট্রো সূত্রের খবর, এই রুটে কিছু সমস্যার জেরে পরিষেবা শুরু করতে দেরি হচ্ছে। সেক্টর ফাইভ ও হাওড়া ময়দান এই দুই স্টেশন হার্ডওয়্যার এবং সফ্‌টওয়্যারের মাধ্যমে জুড়ে দেওয়া হবে।

বউবাজার এলাকায় মেট্রোর কাজ করতে গিয়ে বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরেছিল একাধিকবার। সুড়ঙ্গ পথ তৈরি করতে গিয়ে মাটি ধসে যাওয়ায় নানা সমস্যা দেখা দেয়। ফলে কাজেও অনেক দেরি হয়। এই  কারণেই শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো এখনও দৌড়চ্ছে না। তবে এই অংশটুকু বাদ রেখে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করার সম্ভাবনা রয়েছে। এই পরিষেবা শুরু হলেই জুড়ে যাবে মেট্রোর পূর্ব ও পশ্চিম। প্রথমবার এই কাজ করার জন্য আগামী শনিবার, ২৬ অগাস্ট ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ থাকবে

আরও পড়ুন: পুরুষরা মুখ দেখে ফেললেই নারীদের মূল্য নষ্ট! ‘উদ্ভট’ মন্তব্য তালিবান মুখপাত্রের    

মেট্রো সূত্রের খবর, আগামী ডিসেম্বর মাসে হাওড়া ময়দান ও এসপ্লানেডের মধ্যে পরিষেবা চালু করার লক্ষ্যে দ্রুত কাজ চলছে। ইতিমধ্যেই নতুন মেট্রোর হাওড়া ময়দান, হাওড়া, বিবাদী বাগ এবং এসপ্লানেড স্টেশনে যাত্রীদের ঢোকা-বেরোনোর জন্য বিশেষ স্বয়ংক্রিয় গেট বসানোর কাজ শেষ হয়েছে। ওই মেট্রোপথে ভাড়া আদায়-সহ পরিষেবা সংক্রান্ত বিভিন্ন ব্যবস্থা সেক্টর ফাইভ এবং শিয়ালদহের মধ্যে চালু ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে বলে জানা গিয়েছে।  মেট্রো সূত্রের খবর, এই কাজের অঙ্গ হিসাবে বিশেষ রেভিনিউ কিট সফ্‌টওয়্যার নতুন করে বসানো ছাড়াও তার বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।

মেট্রোর শীর্ষ কর্তারা জানান, নতুন অংশে পরিষেবা শুরু করার আগে প্রযুক্তিগত পরিকাঠামো গড়ে তোলা প্রয়োজনীয়। তাই দু’দিন পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে। এসপ্ল্যানেড এবং শিয়ালদার মধ্যে একটি সুড়ঙ্গপথেই এই প্রযুক্তি সম্প্রসারণের সংযোগ গড়ে তোলা হয়েছে। পরে এসপ্ল্যানেড ও শিয়ালদা স্টেশনের মধ্যে জোড়া সুড়ঙ্গের সব সমস্যা মিটে গেলে সিগন্যালিং কাজ হবে।

RELATED ARTICLES

Most Popular