Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাMunicipal Election 2022 : ১০৮ পুরসভার ভোটের ফল কবে? জানাল কমিশন

Municipal Election 2022 : ১০৮ পুরসভার ভোটের ফল কবে? জানাল কমিশন

Follow Us :

কলকাতা: ১০৮ পুরসভার ফল ঘোষণা হবে ২ মার্চ। রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) বুধবার বিজ্ঞপি দিয়ে একথা জানিয়ে দিল। ২৭ ফেব্রুয়ারি ওই ১০৮টি পুরসভায় ভোট (Municipal Election 2022) হওয়ার কথা।

২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার ভোট। ৩ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর, রাজ্যের পুলিশ দিয়েই পুরভোট করতে কমিশন। ইতিমধ্যেই পুরভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সর্বদল বৈঠকে আলোচনা করেছে। ওই বৈঠকে উপস্থিত ছিল তৃণমূল, বিজেপি, সিপিএম ও কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। বৈঠকে বিজেপির তরফে পুরভোট ৪ সপ্তাহ পিছিয়ে দেওয়ার দাবি জানানো হলেও তাতে আমল দেয়নি কমিশন।

রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। ৯ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। ১০ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র পরীক্ষা করা হয়েছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল ১২ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি বাকি এই ১০৮টি পুরসভায় সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

আরও পড়ুন- Bengal Civic Polls 2022: চার নিগমের ভোটে অনিয়ম নিয়ে হলফনামা তলব আদালতের

কমিশনের তরফে ভোট গণনার দিন এতদিন জানানো না হলেও বুধবার বিজ্ঞপ্তি জারি করে কমিশন। করোনা পরিস্থিতিতে রাজ্যে তিন সপ্তাহ পিছিয়ে গিয়েছে চার পুরসভার ভোট। তবে বিজেপির তরফে ১০৮ পুরসভার ভোট পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়। তবে, কমিশন জানিয়েছে নির্ধারিত ২৭ ফেব্রুয়ারি ১০৮টি পুরসভায় ভোট হবে।

 

 

 

RELATED ARTICLES

Most Popular