Placeholder canvas

Placeholder canvas
HomeScrollচাকরি প্রার্থীদের মিছিল থেকে তৃণমূল উৎখাতের ডাক শুভেন্দুর

চাকরি প্রার্থীদের মিছিল থেকে তৃণমূল উৎখাতের ডাক শুভেন্দুর

Follow Us :

কলকাতা: নির্বিঘ্নেই হল গ্রুপ ডি (Group D Rally) চাকরি প্রার্থীদের মিছিল। আগেই আদালত অনুমতি দিয়েছিল মিছিল (Group D Rally) করার। সেইমতো বুধবার দুপুরে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিস এলাকা থেকেই পেরোল মিছিল। তবে স্লোগান ছাড়া বেশি কিছু হয়নি। ঘটনাচক্রে, মিছিলের একেবারে সামনে সারিতে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvenddu Adhikari) ও কংগ্রেসের আইনজীবী নেতা কৌস্তভ বাগচী (Kaustav Bagchi)। তবে কৌস্তভ ইদানীং কংগ্রেসের অন্দরে কোণঠাসা। শোনা যাচ্ছে, তিনি বিজেপিতে যোগ দিলেও দিতে পারেন। প্রসঙ্গত, আদালতে আইনি লড়াইয়ে গ্রুপ ডি চাকরি প্রার্থীদের (Group D Candidate) হয়ে সওয়াল করেছিলেন কৌস্তভ। সেই সূত্রেই তাঁর এই মিছিলে যোগদান।

এদিন চাকরিপ্রার্থীদের বক্তব্য, ইন্ডিয়ার কানেও তাঁদের যন্ত্রণার কথা পৌঁছে দিতে চেয়েছেন তাঁরা। প্রসঙ্গত, ইন্ডিয়ার অন্যতম শরিক তৃণমূল। তার সমন্বয় কমিটির অন্যতম সদস্য বাংলার শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকত অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:সিবিআইয়ের সিটকে রাজ্যের পুলিশ হেনস্থা করতে পারবে না, নির্দেশ আদালতের

ঐক্যমঞ্চ থেকে শুভেন্দু পরামর্শ, কলকাতার ১০টি বড় বড় সংগঠন মিলে একটি সভা করুক। ওই সভাতে তিনি থাকবেন। সভা থেকে নবান্ন অভিযানের সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর যুক্তি, বাংলাকে পরিত্রাণ পেতে হলে এই সরকারের বিরুদ্ধে নবান্ন অভিযান একমাত্র পথ। আন্দোলনের মাধ্যমে সরকারকে উৎখাত করার ডাক দেন তিনি।

দেখুন আরও খবর:

RELATED ARTICLES

Most Popular