Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাSSC-Calcutta HC: এসএসসির মামলায় প্রয়োজনে রাজনীতিক, প্রভাবশালীদের ডাকতে পারবে সিবিআই, নির্দেশ কোর্টের...

SSC-Calcutta HC: এসএসসির মামলায় প্রয়োজনে রাজনীতিক, প্রভাবশালীদের ডাকতে পারবে সিবিআই, নির্দেশ কোর্টের  

Follow Us :

কলকাতা: স্কুল সার্ভিস (SSC) কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজনৈতিক নেতা এবং প্রভাবশালীরাও আতসকাচের আওতায় চলে এল। শুক্রবার কলকাতা হাইকোর্টের (SSC-Calcutta HC) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, প্রয়োজন মনে করলে সিবিআই (CBI Interrogation SSC Case) কোনও রাজনৈতিক নেতা কিংবা প্রভাবশালীকেও জিজ্ঞাসাবাদ করতে পারবে।জিজ্ঞাসাবাদের পর সিবিআইকে অভিযোগ দায়েরের অনুমতি দিয়েছে আদালত। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আরও নির্দেশ, প্রাক্তন শিক্ষামন্ত্রী তৎকালীন ব্যক্তিগত সচিব, ওএসডি, শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর এবং সিনিয়র ল’অফিসারকে এদিনই জিজ্ঞাসাবাদ করতে হবে সিবিআইকে।

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া পরিচালনার জন্য ২০১৯ সালের ১ নভেম্বর রাজ্য সরকার পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছিল। সেই কমিটির শীর্ষে ছিলেন কমিশনের উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা। এছাড়া বাকি সদস্যরা হলেন, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব এস আচার্য, পার্থ বাবুর ওএসডি পিকে বন্দ্যোপাধ্যায়, শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর একে সরকার এবং শিক্ষা দফতরের ল’অফিসার টি পাঁজা। শান্তিপ্রসাদ ছাড়া কমিটির বাকি চার সদস্যকেই শুক্রবার সিবিআইকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ।

নিয়োগ দুর্নীতি মামলায় এই কমিটির ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন তোলে ওই একক বেঞ্চ। আদালতের অভিযোগ, কমিটির পাঁচ সদস্যের ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয়। এর আগে বিভিন্ন সময়ে ওই সদস্যদের এজলাসে তলবও করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম আইনজীবী ফিরদৌস শামিমের অভিযোগ, এই দুর্নীতির পিছনে বড় চক্র রয়েছে। সঠিক তদন্ত হলে সেই চক্রে অনেক রাজনীতিক এবং প্রভাবশালীর যোগাযোগ প্রকাশ্যে আসতে পারে। এই দুর্নীতি চক্রের শিকড় অনেক গভীরে।

আরও পড়ুন- SSC-Calcutta HC: ৯০ শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের

বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন নির্দেশ দেন, পরিচালন কমিটির চার সদস্যকে শুক্রবারই জিজ্ঞাসাবাদ করতে হবে। তারপর প্রয়োজন হলে সিবিআই রাজনীতিক এবং প্রভাবশালীদেরও জিজ্ঞাসাবাদ করতে পারবে। আইনজীবী মহলের একাংশের মতে, আদালতের এদিনের নির্দেশে রাজনীতিক এবং প্রভাবশালীরাও তদন্তের আওতায় চলে এলেন। হাইকোর্টের এক প্রবীণ আইনজীবী বলেন, একক বেঞ্চের নির্দেশ মৌচাকে ঢিল মেরেছে। তার প্রভাব কতটা পড়বে, সেটাই এখন দেখার।

RELATED ARTICLES

Most Popular