Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাWeather Forecast: মধ্য মাঘে শীতের দাপুটে ইনিংস

Weather Forecast: মধ্য মাঘে শীতের দাপুটে ইনিংস

Follow Us :

কলকাতা: রাজ্যে সপ্তাহের শেষে জাঁকিয়ে পড়ল শীত। স্বাভাবিকের থেকে তাপমাত্রা নামল তিন ডিগ্রির নীচে। রাতে আরও কমবে তাপমাত্রা এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে বৃষ্টির পূর্বাভাস সরস্বতী পুজোয়।

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার উত্তর-পশ্চিম ভারতে ২৯ জানুয়ারি শনিবার তৈরি হবে। ফেব্রুয়ারির শুরুতে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার ফলে আবহাওয়ার পরিবর্তন হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জানাল হাওয়া অফিস।

কলকাতায় শুক্রবার হালকা কুয়াশা থাকলেও পরিষ্কার থাকবে আকাশ। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ। শুক্রবার থেকে আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন: COVID-19 Update: ২৪ ঘণ্টায় দেশে কোভিডজয়ী প্রায় সাড়ে ৩ লক্ষ, কমল সংক্রমণের হার

দক্ষিণবঙ্গে শনি ও রবিবার জমিয়ে পড়বে শীত। আগামী দু-তিনদিনে তাপমাত্রা নামতে পারে দুই থেকে তিন ডিগ্রি।

উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে ধীরে ধারে পরিষ্কার হবে আকাশ। নামবে তাপমাত্রাও।

একই সঙ্গে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সর্তকতা রয়েছে। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে শৈত্যপ্রবাহের সর্তকতা। মধ্য ভারত ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে জানুয়ারির শেষ সপ্তাহে বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহের সম্ভাবনা।

RELATED ARTICLES

Most Popular