Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাWeather Update: নিম্নচাপ থাকলেও বাড়বে গরমের দাপট

Weather Update: নিম্নচাপ থাকলেও বাড়বে গরমের দাপট

Follow Us :

কলকাতা: পরিষ্কার আকাশ। মার্চের শুরু থেকে রোজই বাড়ছে তাপমাত্রা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে।  বাকি জেলাগুলিতে শুকনোই থাকবে আবহাওয়া।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস। সারাদিন পরিষ্কার থাকবে আকাশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৮ শতাংশ।  আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভবনা নেই বললেই চলে। বাতাসে বাড়বে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ। রীতিমতো গরম অনুভব হবে পশ্চিমের জেলা গুলি এবং কলকাতায়।

আরও পড়ুন- Mamata Banerjee: দেউচা-তাজপুর নিয়ে বিরোধী ভূমিকায় ক্ষুব্ধ মমতা

তাপমাত্রা বাড়লেও একটি নিম্নচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে। যার অভিমুখ রয়েছে শ্রীলংকার দিকে। একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে উত্তর-পশ্চিম ভারতে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার ঢুকবে ৫ মার্চ শনিবার। ফলে, সামান্য বদল হতে পারে আবহাওয়া।

আগামী ২৪ ঘণ্টায় লাদাখ, মুজাফরবাদ, জম্মু-কাশ্মীর, হিমাচল ও উত্তরাখণ্ডে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে উত্তর-পশ্চিম ভারতের বাকি রাজ্য অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় ও রাজস্থানের একাংশে। একইসঙ্গে রবি ও সোমবারে  পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতেও।

RELATED ARTICLES

Most Popular