Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাWeather Update: কালবৈশাখীর দাপটে ৬ ডিগ্রি কমল তাপমাত্রা, বুধবারও বৃষ্টির পূর্বাভাস

Weather Update: কালবৈশাখীর দাপটে ৬ ডিগ্রি কমল তাপমাত্রা, বুধবারও বৃষ্টির পূর্বাভাস

Follow Us :

কলকাতা: গত কয়েকদিনের ঝড়বৃষ্টিতে কলকাতায় একধাক্কায় ৬ ডিগ্রি কমল তাপমাত্রার পারদ। বুধবারও ঝড়-বৃষ্টির সম্ভবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তবে, হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঝড়বৃষ্টি হলেও বুধবার আবার কিছুটা বাড়তে পারে কলকাতার তাপমাত্রা। তবে, বৃষ্টির কারণে কিছুটা কমবে জেলাগুলির তাপমাত্রা।

আজ কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনভর। রয়েছে কালবৈশাখীর পূর্বাভাসও। বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আগামী ২৪ ঘণ্টায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ফলে কমেছে তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ।

এপ্রিলের একেবারে শেষভাগ থেকেই বদলাতে শুরু করেছে আবহাওয়া। গুমোট গরম থেকে খানিকটা হলেও রেহাই মিলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার রাতেই বাংলায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়। আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা।

আরও পড়ুন- WB Cyclone Alert: ৪৮ ঘণ্টার মধ্যেই বাংলায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়

আন্দামান সাগরের পর দক্ষিণ বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর বঙ্গোপসাগরে আসতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়।আপাতত ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলা ও উড়িষ্যা উপকূলের দিকে।ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা।উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

RELATED ARTICLES

Most Popular