Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাWB Civic Polls: রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের

WB Civic Polls: রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের

Follow Us :

কলকাতা: পুরভোটে অশান্তির খবরে উদ্বিগ্ন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)।  সোমবার তিনি রাজভবনে ডেকে পাঠালেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে।  রবিবার ভোট মিটতেই রাজভবনের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, নির্বাচনে অশান্তি ও হিংসার ঘটনা ঘটেছে।  কমিশন শান্তিপূর্ণ ভোট করতে পারেনি। সেই কারণেই কমিশনার সৌরভ দাসকে রাজভবনে তলব করা হয়েছে।

পরে রাজ্যপাল সাংবাদিকদের কাছে বলেন, ‘বাংলা গণতন্ত্রের গ্যাস চেম্বার হয়ে উঠেছে।   এই পরিস্থিতি মানতে আমার কষ্ট হচ্ছে। পুলিস প্রশাসনের একাংশ একটি পক্ষের খোলাখুলি সমর্থক হয়ে গিয়েছে।’ তাঁর অভিযোগ, পাঁচ রাজ্যের ভোটে যা হয়নি, তা সবকিছুই হয়েছে রবিবারের পুরভোটে। রাজ্য নির্বাচন কমিশন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘এসব নিয়ে আলোচনার জন্যই কমিশনারকে সোমবার ডেকে পাঠিয়েছি। ‘ এদিনও তাঁর মন্তব্য, রাজ্যে আইনের শাসন নেই।  আছে শুধু শাসকের আইন।

সোমবার তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করবেন কি না, জানতে চাওয়া হলে নির্বাচন কমিশনার এদিন সন্ধ্যায় কোনও মন্তব্য করতে চাননি।  সৌরভ জানান, সোমবার সমস্ত অভিযোগ খুঁটিয়ে দেখা হবে। এছাড়াও সমস্ত প্রশ্নের জবাব এড়িয়ে যান  তিনি।  কমিশন সূত্রে জানানো হয়েছে, পুরভোটে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। যখনই কোনও অভিযোগ এসেছে, তখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে কমিশন।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভোটের আগে ৭৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিন গ্রেফতার হয়েছে ৪৭ জন।  ভোটের কাজে ১৭৬০০ ইভিএম ব্যাবহার হয়েছে। তার মধ্যে ৮২টি বদল করতে হয়েছে যান্ত্রিক কারণে।  কমিশনের এক মুখপাত্র জানান, পুরভোটে প্রায় এক হাজার অভিযোগ জমা পড়েছে।

আরও পড়ুন – WB Civic Polls: প্ররোচনা সত্ত্বেও ভোট অবাধ ও শান্তিপূর্ণ, দাবি পার্থর

এর আগে পাঁচ পুরনিগমের ভোটের সময়ও সন্ত্রাস, হিংসা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাজ্যপাল দফায় দফায় ডেকে পাঠিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনারকে।  রাজ্যপাল অবশ্য রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকদিন ধরেই সরব।

 

 

RELATED ARTICLES

Most Popular