Placeholder canvas

Placeholder canvas
HomeদেশGoa Polls: চিদম্বরমের জন্য গোয়ায় জোট হয়নি, ভোটের আগে কংগ্রেসকে তীব্র আক্রমণ...

Goa Polls: চিদম্বরমের জন্য গোয়ায় জোট হয়নি, ভোটের আগে কংগ্রেসকে তীব্র আক্রমণ অভিষেকের

Follow Us :

পানাজি: শুরুটা হয়েছিল মাস ছয়েক আগে৷ আজ বৃহস্পতিবার আরব সাগরের তীরে কংগ্রেস বিরোধিতার সুর সপ্তমে থেকেও উচ্চস্তরে নিয়ে গেল তৃণমূল৷ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রথম আক্রমণ করেছিলেন৷ আর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee) সরাসরি অভিযোগ করলেন, কংগ্রেস নিজেদের স্বার্থসিদ্ধি করেছে গোয়ায়৷ কংগ্রেসকে ভোট দেওয়া মানেই বিজেপির হাত শক্ত করা৷ গোয়ার দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা পি চিদম্বরম (P Chidambaram) ছিলেন আজ অভিষেকের নিশানার মূলে৷ গোটা সাংবাদিক সম্মেলনে চিদম্বরমের নাম করে অভিষেক বুঝিয়ে দিলেন প্রাক্তন এই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর জন্যই গোয়ায় জোট হয়নি তৃণমূল এবং কংগ্রেসের৷

গত অক্টোবরে পথ চলা শুরু৷ তিন মাস হয়েছে সবে৷ ইতিমধ্যেই শক্তি সঞ্চয় করেছে অনেকটা৷ ১৪ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন৷ ৩২টি আসনে প্রার্থী দিয়েছে দল৷ জোট করেছে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে৷ কিন্তু জোট হয়নি আপ-কংগ্রেসের সঙ্গে৷ সেই নিয়েই এদিন গোয়ায় সাংবাদিক সম্মেলনে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর দলকে নিশানা করলেন অভিষেক৷ যদিও একটিবারও রাহুল-সোনিয়ার নাম মুখে আনেননি৷ বরাবরই নিশানার কেন্দ্রে ছিলেন পি চিদম্বরম৷ অভিষেকের কথায়, ‘চিদম্বরম গোয়ার মানুষদের-কংগ্রেস নেতাদের-কর্মীদের ভুল বুঝিয়েছেন৷ এখানকার কংগ্রেস নেতারা রাজ্যের মানুষের নয়, নিজেদের স্বার্থ সিদ্ধি করতেই ব্যস্ত৷’

কংগ্রেস গোয়ায় তৃণমূলের সঙ্গে জোট না হওয়ায় বারবার সরব হয়েছিল৷ এ জন্য তৃণমূল নেতাদের ইগোর কথা বলেছিল৷ সেই প্রসঙ্গেও মুখ খোলেন অভিষেক৷ বলেন, ‘সম্পূর্ণ মিথ্যা কথা বলছে কংগ্রেস৷ তৃণমূল প্রথম থেকেই বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলকে এক করতে চেয়েছিল৷ কংগ্রেস তা করতে দেয়নি৷ তৃণমূলের পবন বর্মা গিয়েছিলেন চিদম্বরমের সঙ্গে কথা বলতে৷ কিন্তু তিনি স্পষ্ট কোনও কিছু জানাননি৷’

আরও পড়ুন: Mamata-Modi: আইএএস ক্যাডারদের নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত তুঙ্গে, মোদিকে ফের চিঠি মমতার

অভিষেক গোয়ায় বিজেপিকে হারানোর ডাক দিয়ে রাজ্যের সকলে আহ্বান জানিয়েছেন তৃণমূলে ভোট দেওয়ার জন্য৷ এ প্রসঙ্গে তাঁর দাবি, কংগ্রেসকে বা আপকে ভোট দেওয়ার অর্থ বিজেপির হাত শক্ত করা৷ তৃণমূল বরাবর বিজেপি বিরোধী জোটকে এক করার চেষ্টা করে গিয়েছে৷ আপ এবং কংগ্রেস অভিযোগ করেছে, তৃণমূল ভোট ভাগ করছে৷ এরপরেই অভিষেক দাবি, গোয়ার মানুষের অধিকার ফেরাতেই তাদের এই সৈকত শহরে আসা৷ তাঁর কথায়, ‘এর আগের বার এখানকার মানুষ বিজেপি-কংগ্রেসকে ভোট দিয়েছিলেন৷ পাঁচ বছরে প্রমাণ হয়ে গিয়েছে, বিজেপি বা কংগ্রেস মানুষের জন্য একটি কাজও করেনি৷ কেবল নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে৷ মানুষের অধিকার নিয়ে ভাবেনি৷ আর কংগ্রেস নেতারা নিজেদের ইগো নিয়ে থেকেছে৷’

অভিষেকের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোয়ায় পরিবর্তন আসন্ন৷ গোয়ার মানুষের স্বার্থপূরণ করবে তৃণমূল৷ মানুষের জন্য লড়াই করবে৷ বিজেপিকে হারিয়ে নতুন সূর্য উঠবে গোয়ায়৷ তিনমাসের মধ্যে যেভাবে গোয়ায় দল শক্তি অর্জন করেছে তার প্রশংসা করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের মধ্যে কোনও ইগো নেই৷ কংগ্রেস থেকে অনেক নেতা তৃণমূলে যোগ দিয়েছেন৷ আমরা তাদের টিকিট দিয়েছি৷ আসলে তাঁরা বুঝেছেন, মানুষের জন্য কাজ করার আসল দল তৃণমূল৷ তৃণমূলই পারে বিজেপির পতন ঘটাতে৷ এই লড়াইয়ে গোয়ার প্রতিটি মানুষকে আহ্বান জানাচ্ছি৷ আমরা শূণ্য থেকে শুরু করেছি৷ সফল হবই৷’

আরও পড়ুন: Uttarakhand Polls: উত্তরাখণ্ডে ৫৯ জনের নাম ঘোষণা বিজেপির, বাদ ১০ বিধায়ক

বাংলায় বিজেপির বিরুদ্ধে সাফল্য আসার পরই ভিন রাজ্যে পা বাড়িয়েছে তৃণমূল৷ এই মুহূর্তে দেশের বিজেপি বিরোধী প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল নেত্রীকে সামনে রেখে গোয়ায় পরিবর্তনের ডাক দিয়েছে দল৷ সেই কথা উল্লেখ করে আজ অভিষেকের আহ্বান সবাই তৃণমূলে ভোট দিন৷ কংগ্রেসকে ভোট দিয়ে বিজেপির হাত শক্ত করবেন না৷ গোয়ার পতন ডেকে আনবেন না৷

RELATED ARTICLES

Most Popular