Placeholder canvas

Placeholder canvas
HomeদেশAndhrapradesh Capitals: অন্ধ্রপ্রদেশের রাজধানী হতে চলেছে বিশাখাপত্তনম, ঘোষোনা জগনের

Andhrapradesh Capitals: অন্ধ্রপ্রদেশের রাজধানী হতে চলেছে বিশাখাপত্তনম, ঘোষোনা জগনের

Follow Us :

হায়দ্রাবাদ: বদলে যেতে চলেছে অন্ধ্রপ্রদেশের (Andhra pradesh) রাজধানী (Capital)৷ এবার বিশাখাপত্তনমকে রাজধানী হিসাবে ঘোষণা করলেন সে রাজ্যেরই মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি (Jagmohan Reddy)৷ মঙ্গলবার  দিল্লিতে তিনি বলেন,  আমি আপনাদের বিশাখাপত্তনমে আমন্ত্রণ জানাই৷ আগামী দিনে এই শহরই অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসাবে গড়ে উঠবে। আগামী মার্চ মাসে বিশাখাপত্তনমেই গ্লোবাল ইনভেস্টর সামিটের আয়োজন করছে অন্ধ্র সরকার। তার প্রস্তুতি হিসেবে নয়াদিল্লিতে ‘ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক অ্যালায়েন্স মিট’-এ যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি।

সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন,  আগামী দিনে এই শহরই আমাদের রাজধানী হতে চলেছে। আমিও আগামী কয়েক মাসের মধ্যে বিশাখাপত্তনমে স্থানান্তরিত হব। এখানেই আমরা ৩ এবং ৪ মার্চ গ্লোবাল ইনভেস্টরস সামিটের আয়োজন করছি। 

আরও পড়ুন: Union Budget 2023: দেশের আর্থিক বৃদ্ধির হার আরও তলানিতে যেতে পারে, পূর্বাভাস আর্থিক সমীক্ষায় 

স্বাধীনতার পর থেকে হায়দরাবাদ শহরই ছিল অন্ধ্রপ্রদেশের রাজধানী। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে ‘অন্ধ্রপ্রদেশ রেকগনিশন অ্যাক্ট’ অনুসারে, আগের অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে ১০টি জেলা নিয়ে তেলঙ্গানা রাজ্য গঠিত হয়েছিল। হায়দরাবাদই হয়েছিল নতুন রাজ্যের রাজধানী। তারপরও হায়দরাবাদই সরকারিভাবে অন্ধ্র প্রদেশের রাজধানী ছিল। এই শহরেই অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট, বিধানসভা এবং সরকারি সচিবালয় রয়েছে। 

বর্তমানে অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী৷ গত নভেম্বর মাসে জগন রেড্ডি সরকার AP Decentralization and Inclusive Development of All Regions Act, 2020 নামে বিশেষ আইনটি প্রত্যাহার করে নেয়৷ ওই আইনে বিশাখাপত্তনমকে এক্সিকিউটিভ ক্যাপিটাল, অমরাবতীকে লেজিসলেটিভ ক্যাপিটাল ও কুর্নুলকে জুডিশিয়াল ক্যাপিটাল হিসাবে ঘোষণা করার কথা ছিল৷ তবে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর নতুন রাজধানী ঘোষণায় সরকার সেই পরিকল্পনা বাতিল হয়ে গেল বলেই মনে করা হচ্ছে। বিরোধীরা অবশ্য এখনও পর্যন্ত নতুন রাজধানীর ঘোষণা নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি। 

RELATED ARTICLES

Most Popular