Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাOMR Sheet | Ayan Shill | টাকার পর ওএমআর, থরে থরে সাজানো...

OMR Sheet | Ayan Shill | টাকার পর ওএমআর, থরে থরে সাজানো অয়নের বাড়ি থেকে উদ্ধার হওয়া উত্তরপত্র

Follow Us :

কলকাতা: নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্তে নেমে টাকার পাহাড় উদ্ধার করেছিল ইডি (ED)। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার করে তদন্তকারীরা। উদ্ধার হওয়া সেই নোটের ছবি দেখে আঁতকে উঠেছিলেন অনেকে। তবে এবার নিয়োগ দুর্নীতির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দেখাল অন্য ছবি। এবার টাকার পরিবর্তে ওএমআর শীটের (OMR Sheet) পাহাড়। থরে থরে সাজানো নিয়োগের পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর শিট। সাদা-গোলাপি ওএমআর শিটে স্পষ্ট দেখা যাচ্ছে তাঁদের পেনের দাগ। এই সব উত্তরপত্র উদ্ধার হয়েছে নিয়োগ দুর্নীতি ইডির হাতে গ্রেফতার হওয়া অয়ন শীলের (Ayan Shill) বাড়ি থেকে।

ইডি সূত্রে জানা গিয়েছে, এই প্রত্যেকটি ওএমআর শীটই আসল। অধিকাংশই পুরসভার বিভিন্ন পদের পরীক্ষা যেমন পিয়ন পদ আবার কোনওটি করণিক চাকরি পাওয়ার জন্য। প্রত্যেকটিতেই পরীক্ষার্থীদের সই রয়েছে। তবে সেই সব উত্তরপত্র পরীক্ষার হল থেকে হুগলির প্রোমোটার অয়নের বাড়িতে কী করে এল, এর পিছনে আসল কারণই বা কী, তা-ই আপাতত খতিয়ে দেখছে ইডি।
সোমবার অয়ন শীলকে নগর দায়রা আদালতে তোলা হয়। সেখানে ইডির আইনজীবী বলেন, আমরা গোল্ড মাইলে প্রবেশ করেছি। জানি না কত পরিমাণ গোল্ড রয়েছে। এই অভিযুক্ত গ্রেফতারের সঙ্গে যে পরিমাণ টাকা হদিশ পাওয়া পাশাপাশি যে ধরণের নথিও উদ্ধার হচ্ছে, তাতে আমরা স্তম্ভিত। আমরা এতদিন শুধু শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতির তদন্ত করছিলাম। কিন্তু এখন দেখছি শিক্ষা নয়, রাজ্য সরকারে প্রায় সমস্ত দফতরে নিয়োগে দুর্নীতি হয়েছে। ৬০টি পুরসভায় বেআইনিভাবে ৫০০০ চাকরি হয়েছে। গোটা রাজ্যের সমস্ত দফতরে ‘জব ব়্যাকেট’ ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: Anubrata Mondal | ৩ এপ্রিল পর্যন্ত জেল হেফাজত অনুব্রতর, ঠিকানা তিহার

ইডি সূত্রে আরও জানা গিয়েছে, অয়নের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে একাধিক নথি উদ্ধার করা হয়েছে। তাতে স্পষ্ট অয়ন টাকার বিনিময়ে বিভিন্ন চাকরি বিক্রি করতেন। পিওন, কেরানি, শ্রমিকের মতো একাধিক পদের জন্য আলাদা আলাদা রেট ছিল অয়নের। তবে ন্যূনতম ৪ লক্ষ টাকা দিতেই হত। সর্বোচ্চ মূল্য কখনও সখনও ৮ লক্ষ টাকাও ছুঁয়ে ফেলত। 

গতকাল ইডি আইনজীবী আরও বলেন, কুন্তলকে গ্রেফতারের পর শান্তনুর নাম পাওয়া যায়। শান্তনু মোবাইল থেকে অয়নের কথা জানা যায়। শান্তনুর-কুন্তলের কথপোকথন সামনে আসে। কুন্তল, অয়ন, পার্থ চট্টপাধ্যায়ের মধ্যে সেতু ছিল। চাকরি জন্য কোটি কোটি টাকা তুলেছে। এই অয়ন ৫০ কোটি টাকা তুলেছে অযোগ্য প্রার্থীদের থেকে। ওমআর শিটের (OMR Sheet) কন্ট্রোলের পাশাপাশি তৈরিও করত অয়ন। শুধু শিক্ষক নয়, মজদুর থেকে টাইপিস্ট নিয়োগেও দুর্নীতি হয়েছে। মাতার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দুর্নীতিতে ডুবে রয়েছে এই অয়ন শীল। তার জন্য বলেছি গোল্ড মাইনে প্রবেশ করেছি আমরা। জানি না কত গোল্ড পাব। কৃষ্ণ অর্জুনকে ধর্মের রাস্তা দেখিয়েছিল, এখানে এত দুর্নীতি হয়েছে যে, একমাত্র কৃষ্ণ এলেই পথ দেখাতে পারবে।

এদিকে ইডি সূত্রের খবর, সল্টলেক এফডি ব্লকে অয়নের অফিসে হানা দিয়ে ইডি আধিকারিকরা উদ্ধার করেছে ৩০০টিরও বেশি ওএমআর শিট (OMR Sheet)। অ্যাডমিট কার্ড ও ক্যান্ডিডেট লিস্টের জেরক্স কপিও উদ্ধার করেছে তদন্তকারীরা। ৬০টি-র বেশি পুরসভা নিয়োগের ওএমআর শিট উদ্ধার করা হয়েছে। সাতটি হার্ড ডিস্ক সহ দুটি ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে ইডি। উদ্ধার করা হয়েছে ব্যাঙ্ক সংক্রান্ত বেশকিছু গুরুত্বপূর্ণ নথি সহ দুটি গাড়ির নথিও।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
সেরা ১০ | খড়গ্রামের পর বাঁকড়া, ভোটের আবহে হাওড়ায় গুলি
16:45
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | চারিদিক জ্বলছে, মানুষ জ্বলছে : মমতা
05:26
Video thumbnail
নারদ নারদ | অবৈধ বালি খাদান বন্ধের কড়া বার্তা হাইকোর্টের, পুলিশকে ৩ মাসের সময়ে বেঁধে দিল আদালত
17:53
Video thumbnail
District Top News | দেখে নিন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি
13:56
Video thumbnail
Stadium Bulletin | আবারও কি ওয়াংখেড়েতে ফিরছেন শাহরুখ?
17:12
Video thumbnail
ধর্মযুদ্ধের দামামা | তৃণমূলে 'তারকা' নন কুণাল
14:21
Video thumbnail
Howrah | হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে গুলি! গুলিতে আহত পঞ্চায়েত প্রধানের বাবা-সহ ২
08:23
Video thumbnail
Sandeshkhali | বেনামে জমি দখল করে বিক্রির অভিযোগ TMC নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে
02:47
Video thumbnail
West Bengal Weather | বাংলায় তাপপ্রবাহের দাপট, গরম মোকাবিলায় জারি সতর্কবার্তা
01:09
Video thumbnail
পলিট্রিক্সের গ্রিনরুম (পর্ব ৪) | Abhishek Banerjee | নেপথ্যচারী অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়
01:01:17