Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাMitchell Stark | বিশ্বকাপেও একই মেজাজে থাকব, ব্যাটারদের হুঁশিয়ারি মিচেল স্টার্কের

Mitchell Stark | বিশ্বকাপেও একই মেজাজে থাকব, ব্যাটারদের হুঁশিয়ারি মিচেল স্টার্কের

Follow Us :

চেন্নাই: মুম্বইতেই (Mumbai) ট্রেলার দেখিয়েছিলেন। মিচেল স্টার্কের (Mitchell Stark) গোটা ছবি দেখা গিয়েছিল বিশাখাপত্তনমে (Vishakhapatnam)। বাঁ-হাতি অজি পেসারের দাপটে চুরমার হয়ে গিয়েছিল ভারতের টপ অর্ডার। তবে এবার ভারত নয়, সব দলের ব্যাটারদেরই হুঁশিয়ারি দিয়ে রাখলেন স্টার্ক। বললেন, বোলিংয়ের তাঁর ‘অ্যাপ্রোচ’ তিনি বদলাবেন না, বিশ্বকাপেও একই একই মেজাজে দেখা যাবে তাঁকে। 

পাওয়ার প্লে-তে (Power Play) স্টার্কের উইকেট নেওয়ার দক্ষতার প্রমাণ পেয়েছে ভারত। সামান্য সুইং আদায় করে নিতে পারলে তাঁর মতো ভয়ঙ্কর বোলার খুব কমই আছে। ৫০ ওভারের ফর্ম্যাটে তিনি অন্যতম সেরা তা তাঁর পরিসংখ্যানই বলে দেয়। এই নিয়ে এক ইনিংসে ৯ বার পাঁচ উইকেট নিয়েছেন তিনি। তাঁর সামনে রয়েছেন দু’জন, ওয়াকার ইউনিস (Waqar Younis) (১৩ বার) এবং মুথাইয়া মুরলীধরন (Muttiah Murlidaran) (১০ বার)। এই দুজনের অর্ধেক ম্যাচও খেলেননি অজি পেসার। 

আরও পড়ুন: Kylian Mbappe France | এমবাপের মুকুটে নতুন পালক, ২৪ বছর বয়সেই জাতীয় দলের অধিনায়ক  

নতুন বলে সুইং করে উইকেট তোলা স্টার্কের বহুদিনের কৌশল। ৩৩ বছর বয়সী পেসার জানিয়েছেন, আগামীতে এই কৌশল বদলাবেন না তিনি। অজি পেসারের কথায়, ১৩ বছর ধরে আমার প্ল্যান পাল্টায়নি। ফুল লেন্থে বল করো, উইকেটে রাখো, চেষ্টা করো সুইং করানোর। স্টার্ক আরও বলেন, পাওয়ার প্লে-তে উইকেট তোলা আমার বহুদিনের ভূমিকা। হয়তো কখনও কখনও আমি বেশি রান দিয়ে ফেলি। কিন্তু আমি চেষ্টা করে যাই, বিভিন্ন উপায়ে উইকেট তোলার। আগের দুই ম্যাচেও এই গেমপ্ল্যানই ছিল, নতুন কিছু নয়। 

স্টার্ক আরও বলেন, ভারতের মতো পাওয়ার হাউস ব্যাটিং লাইন আপ থাকলে শুরুর দিকে উইকেট তুললে খেলা কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। বিশাখাপত্তনমে সেটাই হয়েছে। কেরিয়ারে দুটি ৫০ ওভারের বিশ্বকাপ (World Cup) খেলে ফেলেছেন স্টার্ক। ২০১৫ সালে পেয়েছেন চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ। এ বছর ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ এখন তাঁর পাখির চোখ। 

বিশ্বকাপ প্রসঙ্গে তারকা পেসার বললেন, আমাদের নজর এখন চেন্নাইয়ের (Chennai) দিকে, যেখানে নির্ণায়ক ম্যাচে জেতার একটা সুযোগ আছে আমাদের। ওই ম্যাচ কাটলে, ফোকাস বেশিরভাগটাই থাকবে বিশ্বকাপের উপর। তবে ভারতের মাটিতে ওয়ান ডে সিরিজ জিততে পারা ‘স্পেশ্যাল’ তা জানাতে ভোলেননি অজি পেসার। নজর তাই এখন চেন্নাইয়ে। সিরিজ ১-১ অবস্থায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছে তামাম ক্রিকেট দুনিয়া।      

RELATED ARTICLES

Most Popular