Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাArvind Kejriwal | Kolkata | মমতার সঙ্গে নবান্নে বৈঠক কেজরির

Arvind Kejriwal | Kolkata | মমতার সঙ্গে নবান্নে বৈঠক কেজরির

Follow Us :

কলকাতা: মঙ্গলবার কলকাতায় এলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal Chief Minister of Delhi), পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান (Bhagwant Mann Chief minister of Punjab), আপ নেতা রাঘব চাড্ডা (Raghav Chadha) এবং আতিশী। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান তৃমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন ও দমকলমন্ত্রী সুজিত বসু। কলকাতা বিমান বন্দর থেকে বেরিয়ে সোজা নবান্নে যান কেরজিওয়াল। নবান্নের নীচে তাঁকে স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Chief Minister of West Bengal)। দিল্লির মুখ্যমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী।

সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে দিল্লির আমলাদের নিজেদের কব্জায় রাখার জন্য কেন্দ্রীয় সরকার যে অর্ডিন্যান্স এনেছে, তা নিয়েও কেজরিওয়াল বৈঠকে বসেছেন তৃণমূল নেত্রীর সঙ্গে। তিনি চান রাজ্যসভায় এই বিলের বিরোধীতা করুক বিরোধী দলগুলি। কংগ্রেস-সহ বাম দলগুলি এবং অন্যান্য দলও আপের পাশে দাঁড়িয়েছে। কারণ রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই। কেজরিওয়ালের বক্তব্য, রাজ্যসভায় বিজেপিকে এই ইস্যুতে হারাতে পারলে লোকসভা ভোটের আগে বিরোধীদের তরফে বড় বার্তা দেওয়া যাবে।

এই নিয়ে গত রবিবার দিল্লিতে কেজরির সঙ্গে সাক্ষাতৎ করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। দিল্লি নিয়ে কেন্দ্রীয় সরকারের জবরদস্তি অর্ডিন্যান্সকে অসাংবিধানিক বললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। এই অর্ডিন্যান্সকে রাজ্যসভায় পর্যদস্ত করায় ডাক দিলেন তিনি। দিল্লির প্রতি কেন্দ্রীয় সরকারের অন্যায়ের বিরুদ্ধে বিরোধীদের একসঙ্গে লড়াইয়ের বার্তা দেন বিহারের মুখ্যমন্ত্রী।  নীতীশ কুমার কেন্দ্রের পদক্ষেপের নিন্দা করেছেন, প্রশ্ন করেছেন কিভাবে তারা একটি নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে পারে। তিনি বলেন, সুপ্রিম কোর্ট দিল্লি সরকারকে কাজ করার অধিকার দিয়েছে, কীভাবে এটি কেড়ে নিতে পারেন? এটি আশ্চর্যজনক। এই বিষয় নিয়ে যতটা সম্ভব বিরোধী দলকে একত্রিত করব। আত্মবিশ্বাসের সুরে বলেন নীতীশ।

লোকসভার আগে বিরোধী জোটকে শক্ত করতে উদ্যোগী নীতীশ কুমার। বছরখানেক পরেই লোকসভা ভোট। রাহুল, সনিয়া, খাড়্গে, মমতা, শরত পাওয়ার, নবীন মতো পোড় খাওয়া নেতাদের সঙ্গে বিরোধী জোট নিয়ে একাধিক আলোচনাও হয়েছে। আগামী ২৬ মে নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে একাধিক বিজেপি-বিরোধী নেতাদের সঙ্গে সাক্ষাৎ হতে পারে তাঁর। তার মধ্যেই মমতা-কেজরির সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ।
 

RELATED ARTICLES

Most Popular