Placeholder canvas

Placeholder canvas
HomeদেশArvind Kejriwal: আমি মিষ্টি সন্ত্রাসবাদী, বিরোধীদের অভিযোগে সরব কেজরিওয়াল

Arvind Kejriwal: আমি মিষ্টি সন্ত্রাসবাদী, বিরোধীদের অভিযোগে সরব কেজরিওয়াল

Follow Us :

নয়াদিল্লি: বিরোধীদের যাবতীয় অভিযোগের জবাব দিতে এবার মুখ খুললেন আম আদমি পার্টি প্রধান, দিল্লির মুখ্যমন্ত্রী (Arvind Kejriwal) অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার তিনি বলেন, ‘বিজেপি, কংগ্রেস, শিরোমণি অকালি দল সবাই মিলে একযোগে আমার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। বলা হচ্ছে, আমি নাকি সন্ত্রাসবাদী এবং বিচ্ছিন্নতাবাদী। আমি বলতে চাই, হ্যাঁ। আমি সন্ত্রাসবাদী। তবে পৃথিবীর সবচেয়ে মিষ্টি সন্ত্রাসবাদী (world’s sweetest terrorist), যে সন্ত্রাসবাদী নিপীড়িত মানুষের পাশে দাঁড়ায়। যে হাসপাতাল, স্কুল, জল, বিদ্যুৎ, রাস্তার ব্যবস্থা করে।’

গত কদিন ধরেই আপের বিরোধী রাজনৈতিক দলগুলি কেজরিওয়ালকে সমানে আক্রমণ করে চলেছে। কংগ্রেসের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রাক্তন আপ নেতা কুমার বিশ্বাস পর্যন্ত কে নেই সেই তালিকায়? সম্প্রতি কুমার বিশ্বাসের একটি বক্তব্যকে ঘিরে কেজরিওয়ালকে নিয়ে রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। কোনও একসময় কুমার বিশ্বাসকে অরবিন্দ কেজরিওয়াল নাকি বলেছিলেন, আমি একটি বিচ্ছিন্ন রাজ্যের প্রধানমন্ত্রী হতে চাই। তা নিয়েই চলছে ব্যাপক জলঘোলা। মোদি-রাহুল-প্রিয়াঙ্কারা বলছেন, অরবিন্দ কেজরিওয়াল এসব মন্তব্য করে বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দিচ্ছেন।

রবিবার পঞ্জাব বিধানসভার ভোট। প্রচারের শেষ পর্বে কেজরিওয়ালের ওই মন্তব্যকেই বিরোধীরা হাতিয়ার করেছে। প্রাক নির্বাচনী প্রায় সবকটি সমীক্ষাতেই পঞ্জাবের ভোটে এবার আপকে এগিয়ে রাখা হয়েছে। এই আবহে শুক্রবার মুখ খুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরি এদিন একাধিক টুইট করেন। তার কোনওটিতে তিনি লিখেছেন, ‘হ্যাঁ আমি এক মিষ্টি আতঙ্কবাদী, যে আম জনতার জন্য স্কুল করে, হাসপাতাল করে, পানীয় জল ও বিদ্যুতের ব্যবস্থা করে দেয়।’ আবার কোনওটিতে তাঁর মন্তব্য, ‘মোদিজি, প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, চন্নি সাহেব, সুখবীর বাদল, ক্যাপ্টেন অমরিন্দর সিং সবাই কেজরিওয়ালের বিরুদ্ধে এক হয়েছেন। তাঁরা একই ভাষায় আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছেন। আমি যদি সন্ত্রাসবাদীই হই, তাহলে মোদি সরকার আমাকে গ্রেফতার করছে না কেন?’

আরও পড়ুন: UP Assembly Election: ২০২৩ সালেই রামমন্দির, ঘোষণা যোগী আদিত্যনাথের

কেজরিওয়ালের আরও অভিযোগ, গত দশ বছরে বিজেপি ও কংগ্রেস কিছুই করেনি। হঠাৎ এক কবির উদয় হল। তিনি একটি কবিতা আওড়ালেন। এরপর রাহুল গান্ধীও একই কাজ করলেন। রাহুল গান্ধীর ভাষণ শুনে প্রধানমন্ত্রীও বুঝে গেলেন, আমার মত এক বড় সন্ত্রাসবাদী দেশে বাড়ছে।

RELATED ARTICLES

Most Popular