Placeholder canvas

Placeholder canvas
HomeScrollসুপ্রিম নির্দেশ অমান্য করলে পড়ে যাবে কর্ণাটক সরকার: সিদ্দারামাইয়া

সুপ্রিম নির্দেশ অমান্য করলে পড়ে যাবে কর্ণাটক সরকার: সিদ্দারামাইয়া

Follow Us :

বেঙ্গালুরু: কাবেরী (Cauvery Issue) নদীর জল দেওয়া নিয়ে উত্তপ্ত কর্নাটক। শুক্রবার রাজ্যজুড়ে বনধের ডাক দিয়েছে কন্নড়পন্থী সংগঠনগুলি। বনধে (Karnataka bandh) ব্যাপক প্রভাব পড়েছে জনজীবনে। কাবেরী জল বন্টন চুক্তি নিয়ে কর্নাটক এবং তামিলনাড়ুর মধ্যে সঙ্ঘাত দীর্ঘদিনের। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি অমিতাভ রায় এবং বিচারপতি এএম খালউইলকারের ডিভিশন বেঞ্চ জানায়, কাবেরী নদী থেকে কর্নাটক অতিরিক্ত ১৪.৭৫ টিএমসিএফটি জল পাবে। এবার এই ইস্যুতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Chief Minister Siddaramaiah) এদিন জানান, আমরা চাই বা না চাই জল আমাদের দিতেই হবে। কারণ সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অমান্য করলে কর্ণাটক সরকার (Karnataka Govt) পড়ে যেতে পারে।

কৃষক, দলিত, শ্রমিক এবং কন্নড়পন্থী কর্মীদের প্রতিনিধিত্বকারী একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছিলেনসিদ্দারামাইয়া। তিনি বলেন, তামিলনাড়ুকে জল দেওয়া অস্বীকার করার পরিণতি কী হতে পারে তা ব্যাখ্যা করেছেন। সিদ্দারামাইয়া জানান, আমাদের মতামত হল জল ছেড়ে দেওয়া উচিত নয়। কিন্তু আমরা যদি তা না করি, তাহলে কেন্দ্র সরকার আমাদের জলাধার দখল করতে পারে। এটি আদালত অবমাননার সমান। যে কোনও সময় আমাদের সরকার ফেলে দিতে পারে।

সিদ্দারামাইয়া এদিন সন্ধ্যায় কর্ণাটকের অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারক, প্রাক্তন অ্যাডভোকেট-জেনারেল এবং সেচ বিশেষজ্ঞদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন। সরকার জল বণ্টন নিয়ে আলোচনা করতে পারে।স্বাভাবিক অবস্থার সময়, কর্ণাটককে তামিলনাড়ুতে এক বছরে ১৭৭.২৫ tme ফুট জল ছেড়ে দিতে হয়।  কর্নাটকে ২৮৪.৮৫ টিএমএ ফুট জলের প্রয়োজন। এই বছর, আগস্ট মাসে, বৃষ্টি কম হয়েছে। এমনকি সেপ্টেম্বরেও হয়নি। এখনও পর্যন্ত, ৪৩ টিএমই ফুট জল ছেড়ে দেওয়া হয়েছে (তামিলনাড়ুতে), এবং নির্দেশ রয়েছে ১২৩ টিএমসি ফুট আরও মুক্তি কিন্তু, আমরা এখনও তা করিনি,” সিদ্দারামাইয়া ব্যাখ্যা করেছেন।

আরও পড়ুন: অন্তঃসত্ত্বা মেয়েকে পুড়িয়ে মারতে চেষ্টা মায়ের, সঙ্গী ছেলে

সিদ্দারামাইয়া বলেন, আমরা বলেছি যে আমাদের কাছে কোনও জল নেই। আমরা সুপ্রিম কোর্টে আবেদনও দায়ের করেছি।  উপমন্ত্রী ডি কে শিবকুমার বলেছেন, সরকারের প্রথমে স্পষ্টতা থাকতে হবে। নির্ধারিত বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে।

সকাল থেকে রাজধানী শহর বেঙ্গালুরু (Bengaluru) সহ গোটা কর্নাটক স্তব্ধ। তামিলনাড়ুকে (Tamil Nadu) কাবেরী নদীর জলবণ্টন (Cauvery River Water Disputes) ইস্যুকে হাতিয়ার করে শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত বনধ চলছে। রাজ্যের কন্নড়পন্থী (Pro Kannada) সব সংগঠন বনধের ডাক দিয়েছে। বনধের ফলে বেঙ্গালুরুতে গাড়ি, অটো, বাস সহ সমস্ত যান চলাচল মুখ থুবড়ে পড়েছে। সব স্কুল-কলেজ, দোকানপাটের ঝাঁপ বন্ধ। বেঙ্গালুরু কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু বিক্ষোভকারী গিয়ে স্লোগান দিচ্ছেন। তাঁদের পুলিশ আটক করেছে। বেঙ্গালুরু পুলিশ শহরে ১৪৪ ধারা জারি করেছে। বনধের (Karnataka Bandh) জেরে অন্তত ৪৪টি উড়ান বাতিল হল। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর (Kempegouda International Airport) কর্তৃপক্ষ জানিয়েছে, উড়ান বাতিলের কথা যাত্রীদের জানিয়ে দেওয়া হয়েছে।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
৪টেয় চারদিক | সব সাধু সমান হয় না, আমাদের মধ্যেও কি আমরা সবা‌ই সমান? : মমতা
59:07
Video thumbnail
Narendra Modi | বিষ্ণুপুরে মোদির সভা, কী বললেন দেখুন ভিডিও
25:00
Video thumbnail
পায়ে পায়ে ধর্মযুদ্ধে | রবিবাসরীয় বঙ্গ সফরে নরেন্দ্র মোদি
02:18
Video thumbnail
Jyotipriya Mallick | হাড়-মাংস-কিডনি-লিভার, জামিনে বালুর হাতিয়ার
06:36:36
Video thumbnail
আমার শহর (Amar Sahar ) | ভাঙা হয়েছিল অবৈধ দোকান, এবার শুরু নতুন দোকানঘর বানানোর কাজ
02:15
Video thumbnail
Kunar Hembram | বিজেপির বিদায়ী সাংসদ তৃণমূলে, জোড়া ফুলে যোগ কুনার হেমব্রমের
04:06
Video thumbnail
Narendra Modi | ভোট প্রচারে মেগা-রবিবার, পুরুলিয়ায় ভোটপ্রচারে মোদি
03:22
Video thumbnail
Arjun Singh | 'BJP প্রার্থীর দ্বিতীয় স্ত্রী', বিবাহ-বিতর্কে অর্জুন সিং, আসরে তৃণমূল
00:26
Video thumbnail
Sandeskhali | নাবালিকাকে 'শ্লীলতাহানি, ধর্ষণের চেষ্টা', সন্দেশখালিতে ফের নির্যাতনের অভিযোগ
01:09
Video thumbnail
Top News | আপের 'জেল ভরো' কর্মসূচি, কেজরিওয়ালের সমর্থনে রাজধানীর পথে আপ
34:49