Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাAnubrata-ED | হাজিরা এড়িয়ে ঠিক করলেন কেষ্টকন্যা? আরও এক ডজন 'সখা'কে তলবের...

Anubrata-ED | হাজিরা এড়িয়ে ঠিক করলেন কেষ্টকন্যা? আরও এক ডজন ‘সখা’কে তলবের ইঙ্গিত

Follow Us :

কলকাতা ও বোলপুর: হাজিরা এড়িয়েও কি রক্ষা পাবেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) কন্যা সুকন্যা (Sukanya Mondal)। মঙ্গলবার অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারিকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর অসঙ্গতি মেলায় গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এই অবস্থায় অনুব্রত ঘনিষ্ঠ আরও ১২ জনকে ডাকার প্রস্তুতি নিয়েছে ইডি। আসলে অনুব্রতর কোটি কোটি টাকার সম্পত্তির উৎস কী? জানতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি (Central Investigation Agencies)। গরু পাচার কাণ্ডের (Cattle Scam) তদন্ত নেমে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি (TMC President Of Birbhum) অনুব্রতর নামে-বেনামে ‘রাজার ধনের’ হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। তাঁর নামে কোটি কোটি টাকার মেয়াদি জমা রয়েছে। এই রাজ্য তো বটেই, ভিন রাজ্যেও কেষ্টর বিনিয়োগ রয়েছে।

সে কারণেই অনুব্রত, তার মেয়ে সুকন্যা, প্রয়াত স্ত্রী ছবি মণ্ডলের পাশাপাশি কেষ্ট-ঘনিষ্ঠদের নামে এই বিপুল সম্পত্তি কোথা থেকে এল? এই বিপুল সম্পদের মূল উৎস কি গরু পাচারের প্রোটেকশন মানি? কোটি কোটি টাকা আর কার কার কাছে গিয়েছে? তা জানতে অনুব্রত, সুকন্যা এবং মণীশ এই তিনজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন: Kuntal Ghosh |  ইডির তলবে সাড়া কুন্তলের স্ত্রীর

গরু পাচার কাণ্ডের তদন্তে সুকন্যা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এর আগে সুকন্যাকে জিজ্ঞাসাবাদে তিনি বলেন,  যা জানেন তাঁর বাবা এবং মণীশ আঙ্কল। অধিকাংশ বিষয়ে তিনি বলেন, আমি জানি না। অথবা আমার কিছু মনে পড়ছে না। খুব স্বাভাবিকভাবেই এই সব প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরা করে।

বুধবার দিল্লিতে কেন্দ্রীয় এজেন্সির সদর দফতর প্রবর্তন ভবনে সুকন্যার হাজিরা দেওয়ার কথা। কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যাচ্ছেন। তাহলে কি সুকন্যাও বাবার মতোই বিপাকে পড়তে পারেন? কেষ্ট মণ্ডল সিবিআইয়ের ডাকে ১০ বার হাজিরা এড়িয়েছেন। হাজিরা এড়ানোর জন্য বাড়ি থেকে অনুব্রতকে সিবিআই তুলে নিয়ে গিয়ে গ্রেফতার করে। তাহলে কি সুকন্যার ক্ষেত্রে এই একই ধরনের পন্থা অবলম্বন করবে কেন্দ্রীয় এজেন্সি? এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

গরু পাচার কাণ্ডে বর্তমানে দিল্লির প্রবর্তন ভবনে ইডি হেফাজতে রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। গরু পাচারের কোটি কোটি টাকা অনুব্রত তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিদের মারফত হাতবদল করেছেন বলে অভিযোগ। বাকি আরও ১০ জন অনুব্রত-ঘনিষ্ঠ কেন্দ্রীয় এজেন্সির তলবের তালিকায় রয়েছে। এঁদের মধ্যে রয়েছেন অনুব্রতর অত্যন্ত ঘনিষ্ঠ শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের কর্ণধার মলয় পিঠ। অনুব্রতর ছায়াসঙ্গী অর্ক দত্ত, তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা রাজীব ভট্টাচার্য। ফলে এরকম এক ডজন লোককে এই ১১ দিনের হেফাজতে থাকাকালীনই ডাকা হবে, এমনটাই জানা যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে।

RELATED ARTICLES

Most Popular