Placeholder canvas

Placeholder canvas
HomeদেশDemonetisation: নোটবন্দির সিদ্ধান্তের প্রক্রিয়াকে পুনর্বিবেচনা করে দেখা হবে, জানাল শীর্ষ আদালত

Demonetisation: নোটবন্দির সিদ্ধান্তের প্রক্রিয়াকে পুনর্বিবেচনা করে দেখা হবে, জানাল শীর্ষ আদালত

Follow Us :

নয়াদিল্লি: নোটবন্দির দেশবাসীর ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের প্রতিপক্ষের আইনজীবীরা। সেই যুক্তি মেনে নিল আদালত। বুধবার সুপ্রিম কোর্টের তরফে নোটবন্দির সিদ্ধান্তর প্রক্রিয়াকে পুনর্বিবেচনা করে দেখা হবে বলে জানালো হল। আগামী ৯ নভেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানি হবে।

এদিন সুপ্রিম কোর্টে নোটবন্দিকে চ্যালেঞ্জ জানিয়ে করা একাধিক মামলার শুনানি ছিল। শুনানি চলাকালীন আদালতকে কেন্দ্রীয় সরকারের আইনজীবী জানান, নোটবন্দি ৬ বছর কেটে গিয়েছে। বিষয়টি এখন কেতাবি হয়ে হয়ে গিয়েছে। দু’পক্ষকে শোনার পর আদালত জানিয়ে দেয়, নোটবন্দি সংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়া তাদের কর্তব্যের মধ্যে পড়ে। তাই সাংবিধানিক বেঞ্চ যে প্রশ্ন তুলেছে, তার জবাব দিতে হবে।

বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি এস আব্দুল নাজির, বিচারপতি বিপি গভাই, বিচারপতি এএস বোপান্না, বিচারপতি ভি রামাসুব্রহ্মণ্যম এবং বিচারপতি বিভি বেঞ্চে নোটবন্দি সংক্রান্ত মামলাগুলি ওঠে। বেঞ্চের তরফে জানিয়ে দেওয়া হয়, ৫৮টি মামলা গ্রহণ করা হয়েছে। 

আরও পড়ুন: Russia-Ukraine War: রুশ রকেট বর্ষণে বিদ্যুৎ বিপর্যয়, ফের বন্ধ জাপোরিৎঝিয়ার পরমাণু চুল্লি

এদিন দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয়, নোটবন্দি সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখা হবে। পাশাপাশি কেন্দ্র এবং আরবিআইয়ের প্রতিক্রিয়াও চেয়েছে আদালত।

RELATED ARTICLES

Most Popular