Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যMamata Banerjee: বাংলা সিরিয়ালে হিন্দি গান ব্যবহারে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের 

Mamata Banerjee: বাংলা সিরিয়ালে হিন্দি গান ব্যবহারে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের 

Follow Us :

শিলিগুড়ি: বাংলা সিরিয়ালে হিন্দি গানের ব্যবহার নেই ‘অন্যায়’ কিছু দেখলেন না মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানিয়েছেন ব্যবসায়িক স্বার্থে এমনটা করা যেতেই পারে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day)। ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষা দিবসকেই আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে যা বাংলা ভাষাভাষীদের অত্যন্ত গর্বের বিষয়। শিলিগুড়িতে (Siliguri) দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এদিন বললেন, সকলের মাতৃভাষাকেই শ্রদ্ধা করতে হবে। 

বাংলা (Bengali) সংস্কৃতিতে হিন্দির (Hindi) আগ্রাসন নিয়ে সরব একাধিক সংগঠন থেকে এক শ্রেণির বুদ্ধিজীবী। ইদানীং বাংলা টিভি সিরিয়ালে প্রায়ই জনপ্রিয় হিন্দি গান চলতে দেখা যায়। সিরিয়ালের কুশীলবরা সেই গানের সঙ্গে ঠোঁট নাড়ান। এই বিষয়টি নিয়ে একাধিকবার সমালোচনার ঝড় উঠেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আজ সিরিয়ালগুলো দেখুন না। বাংলায় অনুষ্ঠান, হিন্দি গান গাইছে। কেন গাইছে, মার্কেটটা তা-ই। মার্কেটে যেতে হলে, নতুন বিজনেসে যেতে হলে এটা করতে হয়। 

আরও পড়ুন: Mamata Banerjee Live: পাহাড় বনধে রেয়াত নয়, প্রশাসনকে নির্দেশ মমতার 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে রাজ্য সরকার। তাতে লেখা, মাতৃভাষাকে ভালোবেসে সব ভাষাকেই জানাই সম্মান। মুখ্যমন্ত্রীর সেই ভাবনাই প্রতিফলিত হল এদিনের বক্তব্যে। তিনি বললেন, সকলের মাতৃভাষাকেই শ্রদ্ধা করতে হবে। তবে মমতা বলেছেন, পড়াশোনা যে মাধ্যমেই হোক, খাবার টেবিলে বাবা-মায়ের সঙ্গে বাঙালি যেন বাংলাতেই কথা বলে। তবে তার জন্য অন্যের মাতৃভাষাকে অসম্মান করার দরকার নেই বলে জানিয়েছেন তিনি। 

তবে বাংলা ভাষা জানা সত্ত্বেও না বলা মোটেই পছন্দ নয় মমতার। তিনি বলেন, আমি মনে করি, বাংলা আমার প্রাণের ভাষা। অনেকে বাংলা জেনেও বলেন না। ঠিক নয়। তিনি আরও বলেন, সকলে ইংরেজিতে পড়াশোনা করেন, ইংরেজিটা শিখুন ভালো করে। তাঁদের আন্তর্জাতিক মানের হতে হবে। কিন্তু আমি যখন বাড়িতে খাবার টেবিলে বসব, বাড়িতে যখন চা খাব, বাড়িতে যখন বাবা-মার সঙ্গে আড্ডা দেব, তখন বাংলাটা বলা উচিত। সেটাই এখন করা হয় না।   

RELATED ARTICLES

Most Popular