Placeholder canvas

Placeholder canvas
Homeকলকাতাকড়া নিরাপত্তায় শুরু ধূপগুড়ির ভোটগণনা, ভাগ্যনির্ধারণ এনডিএ বনাম ইন্ডিয়ার

কড়া নিরাপত্তায় শুরু ধূপগুড়ির ভোটগণনা, ভাগ্যনির্ধারণ এনডিএ বনাম ইন্ডিয়ার

Follow Us :

ধূপগুড়ি: কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজ, শুক্রবার শুরু হল ধূপগুড়ি উপনির্বাচনের ভোট গণনা। গণনা হবে জলপাইগুড়ির উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে। সকাল ৮ টা থেকে শুরু হয়ে গিয়েছে গণনার কাজ। নিয়মমাফিক গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাশাপাশি ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।

উপনির্বাচনের কয়েকটি প্রসঙ্গ

১) ধূপগুড়ি বিধানসভার বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের আচমকা মৃত্যুর পরে এই উপনির্বাচন হয়। 

২) ২৬০টি বুথে মোট ভোট পড়েছে ৭৮.১৯ শতাংশ।

৩)  ২০১৬ এবং ২০২১-এর বিধানসভা নির্বাচনের তুলনায় ভোটের হার অনেকটাই কম। 

৪) ২০১৬ ভোট পড়েছিল ৮৮ শতাংশ। ২০২১-এর বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৮৭ শতাংশ।

৫) শুক্রবার সকাল ৮ টা থেকে ইভিএম ছাড়াও পোস্টাল ব্যালট, ইলেকট্রনিক্যালিক ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট (ইটিপিবিএস) 
গণনা হবে। 

৬) দুটি রুমে ১৪ টা করে টেবিলে প্রায় ১০০ জন গণনাকর্মী এই কাজ করবেন।  

৭) মোট ভোটার ২ লাখ ৬৯ হাজার ৪১৬ জন।

৮) মোট ১০ রাউন্ড গণনা হবে।

৯) ধূপগুড়ি বিধানসভায় লড়াই এবার ত্রিমুখী। তিন জনই রায় এবং রাজবংশী।

১০)  সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়, কাশ্মীরে নিহত জওয়ানের স্ত্রী তাপসী রায় বিজেপি প্রার্থী এবং তৃণমূলের প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়।

RELATED ARTICLES

Most Popular