Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকনৈশভোজে মোদি-বাইডেন বৈঠক আজ, কনের সাজে সেজে উঠেছে দিল্লি

নৈশভোজে মোদি-বাইডেন বৈঠক আজ, কনের সাজে সেজে উঠেছে দিল্লি

Follow Us :

নয়াদিল্লি: জি ২০ সম্মেলনকে ঘিরে কনের সাজে সেজে উঠেছে রাজধানী দিল্লি। প্রতিটি রাস্তায়, বাড়িতে, বিশিষ্ট অতিথিদের থাকার আয়োজন করা বড় বড় হোটেলগুলি রঙিন পতাকা, তেরঙা আলোয় মুড়িয়ে ফেলা হয়েছে। ওয়াশিংটন থেকে ইতিমধ্যেই রওনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিছু রাষ্ট্রনেতা আসতে শুরু করেছেন, দফায় দফায় আসবেন বাকিরা। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন শুক্রবার সন্ধ্যায় এসে পৌঁছবেন। জার্মানির রামস্টেইন-এ জ্বালানি ভরার পর এয়ারফোর্স ওয়ান এসে থামবে নয়াদিল্লিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোককল্যাণ মার্গে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ তাঁকে অভ্যর্থনা জানাবেন। তারপর একটি নৈশভোজে দ্বিপাক্ষিক আলোচনা হবে বাইডেন ও মোদির।

কোন কোন শীর্ষনেতা আসছেন সম্মেলনে?

● মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

● ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক

● কানাডার প্রধানমন্ত্রীর জাস্টিন ট্রুডো

● জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

● অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেজ

● জার্মানির চ্যান্সেলর ওলফ স্কোলজ

● দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট য়ুন সুক ইয়ল

● তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এর্দোগান

● চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং

● উল্লেখ্য একেবারে শেষ মুহূর্তে স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সাঞ্চেজ জানিয়ে দিয়েছেন, তাঁর কোভিড পজিটিভ হওয়ায় তিনি সম্মেলনে যোগ দিতে পারছেন না।

কী কী বিষয়ে আলোচনা হবে সম্মেলনে?

● উন্নয়নশীল দেশগুলিকে ঋণের পরিমাণ বৃদ্ধি

● আন্তর্জাতিক ঋণ কাঠামোর সংস্কার

● ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণবিধি

● ভূরাজনৈতিক অস্থিরতা এবং খাদ্য ও পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের নিরাপত্তা ও তার প্রভাব।

RELATED ARTICLES

Most Popular