Placeholder canvas

Placeholder canvas
HomeদেশCovid in India: ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩৩ হাজার ৭৫০

Covid in India: ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩৩ হাজার ৭৫০

Follow Us :

নয়াদিল্লি:  ক্রমশ ঊর্ধ্বমুখী করোনার (covid in India) দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের রিপোর্ট (covid new cases) অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন (coronavirus) ৩৩ হাজার ৭৫০ জন। সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ২৭ হাজার ৫৫৩। অর্থাৎ একদিনে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল ৬ হাজারের বেশি। তবে কমেছে মৃত্যুর সংখ্যা। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ হাজার ৮৪৬ জন।

একদিনে গোটা দেশে করোনায় মৃত্যু হয়েছে ১২৩ জনের। রবিবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৮৪। এখনও পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮১ হাজার ৮৯৩। রবিবারের তুলনায় আরও বাড়ল অ্যাক্টিভ রোগীর সংখ্যা। এদিন দেশজুড়ে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৫৮২।

এখনও পর্যন্ত দেশের ২৩ টি রাজ্যে ছড়িয়েছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। একদিনে দেশে ওমিক্রনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭৫ জন। এই নিয়ে দেশে ওমিক্রন সংক্রমিত ১ হাজার ৭০০ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬৩৯ জন।

আরও পড়ুন: Lakhimpur Kheri: লখিমপুর খেরিতে বিজেপি কর্মীকে পিটিয়ে মারার ঘটনায় গ্রেফতার কৃষক

দেশে ওমিক্রন সংক্রমণের শীর্ষে মহারাষ্ট্র। সোমবার সকাল পর্যন্ত মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্ত ৫১০ জন। দিল্লিতে আক্রান্ত ৩৫১ জন। একদিনে গুজরাতে আক্রান্ত হয়েছেন ১৫৬ জন। তামিলনাড়ুতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১২০।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ২০ জন। যেখানে রবিবার আক্রান্ত হয়েছিলেন ৪ জন।

RELATED ARTICLES

Most Popular