Placeholder canvas

Placeholder canvas
HomePanchayat Election 2023 | দুর্গাপুরে বেধড়ক মার সিপিএম প্রার্থীকে, ঘেরাও থানা
Array

Panchayat Election 2023 | দুর্গাপুরে বেধড়ক মার সিপিএম প্রার্থীকে, ঘেরাও থানা

Follow Us :

দুর্গাপুর: ফের উত্তেজনা পঞ্চায়েত ভোটকে (Panchayet Election) কেন্দ্র করে।দুর্গাপুরে সিপিএমের (CPM) পঞ্চায়েত প্রার্থীকে বেধড়ক মারের অভিযোগ উঠলো শাসকদলের বিরুদ্ধে। আহত সিপিএম প্রার্থীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি। ঘটনা জেরে সিপিএম থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। 

প্রশান্ত রুইদাস সিপিএমের সমিতি থেকে প্রার্থী হয়েছেন। সেইটাই তাঁর সবচেয়ে বড় অপরাধ হয়ে যায়। সেই অপরাধের শাস্তি দিতেই প্রশান্ত রুইদাসের বাড়িতে গিয়ে তৃণমূল বিজেপির দুষ্কৃতীরা মিল মারধর করে বলেই প্লট অভিযোগ সিপিএমের। অশান্তি মারধরের ঘটনায় আহত হয় ওই প্রার্থী।বর্তমানে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে।ঘটনা প্রসঙ্গে প্রশান্ত জানিয়েছেন, ২০১১ সাল থেকে ক্রমাগত অত্যাচার চালাচ্ছে তৃণমুল। তখন থেকেই ঘর ছাড়া সে। সিপিএম প্রার্থী হিসেবে ভোট দাঁড়ানোর জন্য তাঁর বাড়িতে ঢুকে বিরোধীরা তাঁকে মারধর করে।সেই সঙ্গে তাঁর সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকেও মারধর করে মারধর করে বাবা বোনকেও।

আরও পড়ুন: Panchayat Election | TMC Inner Clash | এ যেন উলটপুরাণ, লালগড়ে প্রার্থীই দিতে পারল না তৃণমূল

সিপিএমের অভিযোগ, তৃনমুল বিজেপি একসাথে দুর্গাপুর ফরিদপুর ব্লকের জেমুয়া অঞ্চলের কালীগঞ্জে অলিখিত জোট করেছে। এদিন ঘটনায় প্রশান্তর বৃদ্ধ বাবাকেও দুস্কৃতিরা মারধর করে বলে অভিযোগ। সিপিএম প্রার্থী অভিযোগ করেন মুক্তি রুইদাস , দুলাল রুইদাস , দেবলাল রুইদাস , ফটিক রুইদাস তাকে বেধড়ক মারধর করে । সিপিএম প্রার্থীর অভিযোগ এরা সবাই তৃণমুল। পরেই বলেন এদের সাথে বিজেপির কেউ কেউ যুক্ত রয়েছে যদিও এই ঘটনাকে জমি সংক্রান্ত বিবাদ বলে ঘুরিয়ে দিতে চাইছে বলে অভিযোগ সিপিএমের ।পুলিশ সুত্রে জানানো হয়েছে তিনজনকে আটক করা হয়েছে তদন্ত চলছে ।

RELATED ARTICLES

Most Popular