Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকCyclone Mocha | বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, ‘মোকার’-র অভিমুখ কোনদিকে দেখে নিন

Cyclone Mocha | বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, ‘মোকার’-র অভিমুখ কোনদিকে দেখে নিন

Follow Us :

কলকাতা: নিম্নচাপ ক্রমশ ঘণীভূত হচ্ছে বঙ্গোপসাগরে (Bay of Bengal)! মঙ্লবার বিকেলে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর আন্দামান সাগর এবং কিছুটা মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। বুধবারই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। গভীর নিম্নচাপে পরিণত হয়ে মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। সেই সময় উত্তর ও উত্তর-পশ্চিম অভিমুখ থাকবে। ১০ মে বুধবার গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। ভারতের মৌসম ভবন জানিয়ে দিল, এই ঘূর্ণিঝড়ের (Cyclone) অভিমুখ বাংলাদেশ ও মায়ানমার সীমান্ত। ১৪ মে রবিবার ঘূর্ণিঝড় মোকা (Cyclone Mocha) বাংলাদেশ ও মায়ানমার সীমান্তে (Border of Bangladesh and Myanmar)  আছে পড়তে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে। আইএমডি-র ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে৷

আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১২ মে পর্যন্ত পূর্ব উপকূল দিকে অভিমুখে এগোবে ঘূর্ণিঝড় মোচা। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে ও পরে দু-দু’বার গতিপথ পরিবর্তন করতে পারে মোকা (Cyclone Mocha )। বৃহস্পতিবারে গতিপথ পরিবর্তনের পরেই জানা যাবে পশ্চিমবঙ্গ উপকূলে কতটা প্রভাব পড়বে! ঘূর্ণিঝড়ের গতিপথ বা অভিমুখ পরিবর্তনে কোন দিকে যায় সেদিকেই নজর আবহাওয়াবিদদের। এখনও পর্যন্ত আবহাওয়াবিদদের অনুমান মোচার উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করার সম্ভাবনা অনেকটাই কম। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবারের পর ঘূর্ণিঝড়ের অভিমুখ হবে বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে। এই ঝড় কোথায় কোথায় আছড়ে পড়বে তা এখনও স্পষ্ট নয়। তবে এই ল্যান্ডফলের উপরই নির্ভর করবে বাংলায় দুর্যোগের প্রভাব কতটা হবে। উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ না করলে পশ্চিমবঙ্গ উপকূলে মেঘলা আকাশ, হালকা বৃষ্টি ও সামান্য ঝোড়ো বাতাস বইত। তাড়াছা কোনও প্রভাব সেভাবে পড়বে না বলেই অনুমান আবহাওয়াবিদদের।

আরও পড়ুন:Weather Update | ‘মোকা’ আশঙ্কা অতীত, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বইবে লু 

আবহবিদরা বলছেন, মায়ানমারে এই ঝড়ের ল্যান্ডফল হলে বাংলায় কোনও প্রভাব পড়বে না। তবে চট্টগ্রামে ল্যান্ডফল হলে রাজ্যের উপকূলের আকাশ মেঘলা হতে পারে। বরিশালে যদি এই ঝড় আছড়ে পড়ে তাহলে সুন্দরবন অঞ্চলে ঝোড়ো বাতাস বইতে পারে। যদিও ১২ মে পর্যন্ত বাংলায় কোনও সতর্কতা নেই। আপাতত তিন দিন তাপপ্রবাহের সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের (Andaman and Nicobar Islands) দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। ইতিমধ্যেই ভারী বৃষ্টি দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয়েছে নিকোবর দ্বীপপুঞ্জে। নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। মোচার প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পর্যটকদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্র ও তার তীরবর্তী সমস্ত বিনোদনমূলক কার্যক্রম বন্ধ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। ওই সময়ে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা এবং পর্যটকদের ভেসেল না চালানোর পরামর্শ আবহাওয়া দফতরের। বড় জাহাজ চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণের পরামর্শ আবহাওয়া দফতরের।

 

RELATED ARTICLES

Most Popular