skip to content
Monday, July 8, 2024

skip to content
Homeজেলার খবরDarjeeling: দার্জিলিংয়ের নতুন পুরপ্রধান নির্বাচন আজ

Darjeeling: দার্জিলিংয়ের নতুন পুরপ্রধান নির্বাচন আজ

Follow Us :

দার্জিলিং: দার্জিলিং পুরসভার (Darjeeling Municipality) পুরপ্রধান (Chairman) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোর ছয়টা থেকে রাত দশটা অবধি পুরসভা চত্বর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকালই ‘গণতন্ত্র বাচাও’এর ডাক দিয়ে হামরো পার্টির (Hamro Party) অজয় এডওয়ার্ড, গোর্খা জনমুক্তি মোর্চার (GJM) বিমল গুরুং, সদ্য তৃণমূল ছাড়া বিনয় তামাংসহ পাহাড়ের একগুচ্ছ নেতা সভা করেন। উল্লেখ্য, দীপেন ঠাকুরিই কিছুদিন আগে হামরো পার্টি থেকে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাতে যোগদান করেছিলেন। এই মুহূর্তে দার্জিলিং পুরসভায় ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার ১৬ জন কাউন্সিলর ভোটদানের জন্য এসে  হাজির হলেও হামরো পার্টির কোনো কাউন্সিলর এখনও পর্যন্ত এসে উপস্থিত হননি।

প্রত্যেকেই গোর্খা অস্তিত্বকে বাঁচানোর ডাক দিয়েছেন এবং সবাইকে একজোট হয়ে আলাদা রাজ্যের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানান। বিমল গুরুং সভামঞ্চে থেকেই গোর্খাল্যান্ডের (Gorkhaland) দাবি তুলে স্পষ্ট জানিয়ে দেন, তিনি তৃণমূলের (TMC) বা বিজেপির (BJP) সঙ্গে নেই। তিনি গোর্খাল্যান্ডের পক্ষে এবং তিনি আশা করেন ২০২৪-এর আগেই কেন্দ্রীয় সরকার পাহাড় ইস্যুতে পদক্ষেপ নেবে। 

আরও পড়ুন: BJP National Executive Meeting: মোদির রোড শো আজ, দিল্লিতে বসছে বিজেপির জাতীয় বৈঠক

যদিও পাহাড়ের এই হেভিওয়েট নেতাদের সভায় কর্মী-সমর্থকদের তেমন ভিড় চোখে পড়েনি। অপরদিকে গতকালই দার্জিলিং পুরসভার সকল কাউন্সিলরকে নিয়ে সভা করে নতুনভাবে দার্জিলিং গড়ার আহ্বান জানিয়েছেন গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার (BGPM) সভাপতি অনিত থাপা। তিনি বলেন, পুরসভার বোর্ড হারিয়ে অজয় এডওয়ার্ড আলাদা রাজ্যকে সামনে এনে রাজনীতি শুরু করে দিয়েছেন। আর যাঁরা সমাজের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন, তাঁরা এখন সেখানে গিয়ে যোগ দিচ্ছেন। সবার একটাই উদ্দেশ্য, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে হারানো। পাহাড়ের মানুষের কথা ওরা ভাবে না। পাহাড়ের মানুষের উন্নয়নের স্বার্থে জিটিএ হোক বা দার্জিলিং পুরসভাই হোক ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা কাজ করে যাবে। 

গত ফেব্রুয়ারিতে দার্জিলিং পুরসভার নির্বাচন হয়। তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ৩২টি আসনেই প্রার্থী দিয়েছিল অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। কিন্তু গত ২০২১-এর ডিসেম্বর মাসেই তৈরি হওয়া অজয় এডওয়ার্ডের হামরো পার্টি দার্জিলিং পুরসভায় ১৮টি আসনে জয়ী হয়ে বোর্ড গঠন করে। সেখানে অনিত থাপার দল পেয়েছিল ৮টি আসন, তৃণমূল কংগ্রেস পেয়েছিল ২টি এবং বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা পেয়েছিল ৪টি আসন।

গত ২৪ নভেম্বর হামরো পার্টির ৬ জন কাউন্সিলর ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগদান করায় তৃণমূলের ৪ কাউন্সিলরকে নিয়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার আসন বেড়ে ১৬ হয়। বেশ কিছুদিন আগে হামরো পার্টির এক কাউন্সিলর পদত্যাগ করেন। যদিও দার্জিলিং পুরসভা দখল নিতে ১৭ জন কাউন্সিলরের সমর্থন প্রয়োজন।  ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার ১৬ জন এবং হামরো পার্টি ও গোর্খা জনমুক্তি মোর্চার ১৫ জন কাউন্সিলর আছেন। আজ ৩১ জন কাউন্সিলরের উপস্থিতিতে চেয়ারম্যান পদের জন্য ভোটাভুটিতে দীপেন ঠাকুরের নির্বাচিত হওয়া শুধু সময়ের অপেক্ষা।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Bhangar | রাজ্যে ফের গণপিটুনি ! মেলেনি পুলিশি সাহায্য, চাঞ্চল্যকর ঘটনা
44:35
Video thumbnail
Saayoni Ghosh | Modi | মোদির নামে কী বললেন সায়নী ঘোষ?
02:23:15
Video thumbnail
Rath Yatra | দেশজুড়ে পালিত হচ্ছে রথ যাত্রা কোথায় কেমন ধুমধাম? দেখুন ভিডিও
01:00:00
Video thumbnail
TMC | তোলা না পেয়ে তৃণমূল নেতার ‘দাদাগিরি’ দেখুন চাঞ্চল্যকর ভিডিও
42:36
Video thumbnail
Denue | বর্ষার শুরুতেই ডেঙ্গি আতঙ্ক বিপদের আশঙ্কা কতটা?
31:21
Video thumbnail
Saayoni Ghosh | Modi | মোদির নামে কী বললেন সায়নী ঘোষ?
00:00
Video thumbnail
Yogi Adityanath | Rahul Gandhi | যোগীকে চিঠি রাহুলের, কী নিয়ে? দেখুন বড় আপডেট
00:00
Video thumbnail
Yogi Adityanath | Rahul Gandhi | যোগীকে চিঠি রাহুলের, কী নিয়ে? দেখুন বড় আপডেট
06:08:25
Video thumbnail
Suvendu | উপনির্বাচনে হারের আশঙ্কাতেই কি আগেভাগে সাফাই গাইলেন শুভেন্দু? শুভেন্দুর কথায় কিসের ইঙ্গিত?
00:00
Video thumbnail
BJP | মোদি না RSS, কে বাছবেন বিজেপি সভাপতি?
00:00