Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাWinter: পৌষের শেষে কলকাতায় দেখা নেই শীতের, ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা

Winter: পৌষের শেষে কলকাতায় দেখা নেই শীতের, ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা

Follow Us :

কলকাতা: হাড় হিম করা ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত৷ আর শীত-সুখ থেকে বঞ্চিত বাংলা৷ পশ্চিমী ঝঞ্ঝার দৌলতে দেশের দুই প্রান্তে শীতের দুই বিপরীত ছবি৷ একদিকে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে প্রবল তুষারপাত হচ্ছে৷ আর ওই একই পশ্চিমী ঝঞ্ঝার জন্য রাজ্যে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তুরে হাওয়া৷ যার জেরে পৌষের বিদায় বেলায় এসে ঠান্ডা প্রায় মালুমই হচ্ছে না৷ কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে বেড়ে গিয়েছে দিনের ও রাতের তাপমাত্রা৷ শীতপ্রেমীদের হতাশা বাড়িয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস৷ হাওয়া অফিস জানিয়েছে, পৌষের শেষে শীতের দেখা সে ভাবে মিলবে না৷ উল্টে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন৷ রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা৷

অথচ নতুন বছরের শুরুতে ভালো ফর্মে ছিল শীত৷ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছিল৷ কিন্তু তারপরই পারদের ঊর্ধ্বমুখী গমন৷ শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস৷ রবিবার তা বেড়ে দাঁড়ায় ১৬ ডিগ্রির কাছাকাছি৷ যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি৷ সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেড়ে হয়েছে ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস৷

একেই উধাও শীত৷ তার উপর অকাল বর্ষণের কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ ১১ জানুয়ারি থেকে কলকাতা ও আশেপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ ১২ তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে৷ ১৪ জানুয়ারি পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে৷ ১৫ জানুয়ারির পর আবহাওয়ার উন্নতি হবে৷ তখন কমতে পারে তাপমাত্রা৷

আরও পড়ুন: Jagdeep Dhankhar: শুভেন্দুকে নেতাই যেতে বাধা, সোমবার রিপোর্ট-সহ মুখ্যসচিব ও ডিজিকে তলব জগদীপ ধনখড়ের

RELATED ARTICLES

Most Popular