Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাIndia vs New Zealand: রুদ্ধশ্বাস ম্যাচ জিতে কী বললেন ভারত অধিনায়ক হার্দিক...

India vs New Zealand: রুদ্ধশ্বাস ম্যাচ জিতে কী বললেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া? জানতে পড়ুন

Follow Us :

লখনউ: দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। এই জয়ের সুবাদে সিরিজে সমতা ফেরাল ভারত (India)। তবে ম্যাচ শেষে নিজের হতাশা চেপে রাখতে পারলেন না হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। লখনউ-এর একানা স্টেডিয়ামের উইকেট নিজের মতামত ব্যক্ত করেন তিনি। এক বিবৃতিতে হার্দিক পান্ডিয়া বলেন, ‘সত্যি কথা বলতে লখনউ-এর উইকেট চমকে দিয়েছে আমাকে। আমরা এখনও পর্যন্ত দু’টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছি। দুটিতেই কঠিন উইকেট পেয়েছি। চ্যালেঞ্জিং উইকেটে খেলতে আমাদের কোনও অসুবিধা নেই। তবে এটা বলতেও দ্বিধা নেই যে এটা টি-টোয়েন্টি উইকেট নয়। এখানে ১২০ রানও জেতার জন্য যথেষ্ট ছিল। শিশির খুব একটা প্রভাব ফেলেনি। কিউয়ি স্পিনাররা ভারতীয় স্পিনারদের থেকে বেশি বল ঘোরাতে সক্ষম হয়েছে।’

উলেখ্য, প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৯৯-এ থেমে যেতে হয় নিউজিল্যান্ডকে। অধিনায়ক স্যান্টনার করেন সর্বোচ্চ ১৯ রান। এছাড়া ব্রেসওয়েল এবং চ্যাপম্যান করেন ১৪ রান।ভারতীয় বোলারদের মধ্যে আর্শদীপ সিং নেন ২ উইকেট। কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর এবং যুজবেন্দ্র চাহাল নেন ১টি করে উইকেট।

আরও পড়ুন:  Ind vs NZ: রোহিত-শুভমানের দুরন্ত শতরান, ওপেনিং জুটিতেই ২০০ উঠে গেল 

জবাবে ব্যাট করতে নেমে ১ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। ২৬ রানের অতিমূল্যবান ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। ঈশান কিষাণ করেন ১৯ রান। এছাড়া হার্দিক পান্ডিয়া করেন অপরাজিত ১৫। নিউজিল্যান্ড বোলারদের মধ্যে ব্রেসওয়েল এবং সোধি নেন ১টি করে উইকেট। চ্যালেঞ্জিং সময়ে অতিমূল্যবান ইনিংসের জন্য ম্যাচের সেরা হন সূর্যকুমার যাদব।

RELATED ARTICLES

Most Popular