Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরGangasagar Mela: ফের হেলিকপ্টার পরিষেবা শুরু হচ্ছে গঙ্গাসাগরে, শেষ পর্যায়ে হেলিপ্যাড তৈরির...

Gangasagar Mela: ফের হেলিকপ্টার পরিষেবা শুরু হচ্ছে গঙ্গাসাগরে, শেষ পর্যায়ে হেলিপ্যাড তৈরির কাজ

Follow Us :

কলকাতা: শীত এসে গিয়েছে। শীত (Winter) এসে যাওয়া মানেই গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) প্রস্তুতি শুরু। আগামী বছর অর্থাৎ ২০২৩-এর জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাসাগর মেলার আগেই হেলিকপ্টার পরিষেবা (Helicopter Service) চালু করার উপর নজর রয়েছে প্রশাসনের। গত দুই বছর করোনা প্রোটোকলের (Corona Protocol) জেরে মেলায় ভিড় কিছুটা কম হলেও, এবছর গঙ্গাসাগর মেলায় প্রায় ৫০ লক্ষ পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। সেই কথা মাথায় রেখেই ইতিমধ্যে গঙ্গাসাগরে ৩টি স্থায়ী হেলিপ্যাড (Helipad) তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। 

জানা গিয়েছে, এক সঙ্গে ১০ থেকে ১২ জন পুর্ণ্যার্থী নিয়ে যাতায়াত করতে পারে এই হেলিকপ্টার পরিষেবা। সাধারণ মানুষের কথা ভেবে হেলিকপ্টারের টিকিটের দাম মধ্যবিত্তের নাগালের মধ্যেই রাখার চেষ্টা করা হয়েছে। আগে গঙ্গাসাগরে বুধবার থেকে রবিবার হেলিকপ্টার পরিষেবা সচল ছিল, এবারে সাগরমেলা উপলক্ষ্যে সপ্তাহেj ৫ দিনই যাতে হেলিকপ্টার পরিষেবা চালু রাখা যায়, সেই দিকেই নজর রয়েছে প্রশাসনের। 

আরও পড়ুন: Call Centre of Nabanna: পাথর, বালি পাচার বন্ধে কল সেন্টার চালুর সিদ্ধান্ত রাজ্যের 

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল কংগ্রেস সরকারের (TMC Govt.) আমলে গঙ্গাসাগরে যাতায়াত অনেকটা সুগম হয়েছে। ২০১১ সালের পর লট ৮-এ যাওয়ার জন্য তৈরি হয়েছে চওড়া রাস্তা, পাশাপাশি হাতানিয়া-দেওয়ানিয়া নদীতে ড্রেজিং করা হয়েছে, কচুবেড়িয়া থেকে মেলার মাঠ পর্যন্ত চওড়া রাস্তা তৈরি হয়েছে। বর্তমানে যথার্থ পরিবহন ব্যবস্থা থাকায়, সাগরমেলার যাওয়ার সময় আর অসুবিধা পোহাতে হয় না পুর্ণ্যার্থীদের। প্রশাসনের আশা, হাওড়ার ডুমুরজোলা স্টেডিয়াম থেকে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ, বেহালা ফ্লাইং ক্লাব থেকে গঙ্গাসাগর পর্যন্ত হেলিকপ্টার পরিষেবা এবারের মেলায় পুর্ণ্যার্থীদের বিশেষ আকর্ষণ হতে পারে।

RELATED ARTICLES

Most Popular